Advertisement
Advertisement

Breaking News

ছাত্রীকে কানে চড়, সাসপেন্ড শিক্ষিকা

ছাত্রীর রোল নম্বর ৩৪৷ অঙ্কের খাতায় লিখেছিল ৩৷ এই ছোট্ট ভুলের জন্য আট বছরের এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অঙ্কের শিক্ষিকার বিরু‌দ্ধে৷

Wrote wrong roll number, teacher slapped student hard
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 4:00 pm
  • Updated:August 4, 2016 4:00 pm

স্টাফ রিপোর্টার: ছাত্রীর রোল নম্বর ৩৪৷ অঙ্কের খাতায় লিখেছিল ৩৷ এই ছোট্ট ভুলের জন্য আট বছরের এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অঙ্কের শিক্ষিকার বিরু‌দ্ধে৷ কানে চড় মারার ফলে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে৷ ওই শিক্ষিকার নামে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীটির পরিবার৷ অভিযোগ, ছাত্রীটির কান ফেটে গিয়েছে৷ স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে৷ বুধবার দমদমের সেন্ট স্টিফেন স্কুলের ঘটনা৷

দুপুর দেড়টা নাগাদ অঙ্কের ক্লাসে খাতায় নিজের ৩৪ রোল নম্বর ভুল লিখে ফেলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী৷ কেন ভুল লিখেছে এই অজুহাতে ছাত্রীকে বেধড়ক মারধর করেন শিক্ষিকা পিউস মালাকার৷ মাত্র আট বছরের এক ছাত্রীর কানে চড় মারার অভিযোগ উঠছে শিক্ষিকার বিরুদ্ধে৷ মারধরের পরে ছাত্রীটিকে আবার নীলডাউন করিয়ে রাখেন শিক্ষিকা৷ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি৷ কানে লাল দাগ দেখে সন্দেহ হয় ছাত্রীটির পরিবারের৷

Advertisement

গোটা বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে দমদম থানায় গিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রীটির পরিবার৷ পরিবার জানিয়েছে, ছাত্রীটি এখনও আতঙ্কগ্রস্ত৷ কানে কালশিটে দাগ, ব্যথা রয়েছে৷

Advertisement

কিন্তু রোল নম্বর ভুল লেখায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে এভাবে মারধরের ঘটনায় বিস্মিত গোটা শিক্ষামহল৷ ঘটনার জেরে স্কুলে অভিভাবকরা দল বেঁধে এসে বিক্ষোভ দেখান৷ তবে অভিযুক্ত শিক্ষিকা স্কুলে আসেননি৷ তড়িঘড়ি কর্তৃপক্ষ শিক্ষিকাকে সাসপেন্ড করে৷ গঠন হয়েছে তদন্ত কমিটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ