Advertisement
Advertisement
WB election 2021

বিজেপির প্রার্থী তালিকায় ফের চমক, ২০ বছর পর ভোটের ময়দানে মুকুল রায়

বিধানসভা ভোটে লড়ছেন সব্যসাচী দত্ত, রাহুল সিনহা।

WB Assembly election 2021: Candidate list of BJP published with a number heavyweight leaders like Mukul Roy |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 18, 2021 4:57 pm
  • Updated:March 18, 2021 6:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার ভোট দাঁড়িয়েছিলেন ২০০১ সালে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ২০ টা বছর। অন্তরালে থেকেই কাজ করে গিয়েছেন। এই ২০২১এ ভোটযুদ্ধে দেখা যাবে তাঁকে। কে তিনি? তিনি আর কেউ নন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে (WB Assembly election 2021) ১৪৮ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। তাতে একদিকে যেমন রয়েছেন একাধিক বিধায়ক, তেমনই রয়েছেন রুপোলি পর্দার নায়ক-নায়িকাও। অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকায় ফের চমক। 

ভোটযুদ্ধে  কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মুকুল রায়। তাঁর মূল প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। প্রার্থী হয়েই জয় নিয়ে আত্মবিশ্বাসী একদা তৃণমূলের দক্ষ সংগঠক মুকুল রায়। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন জগন্নাথ সরকারের মতো সাংসদ, সব্যসাচী দত্ত, পবন সিং, অরিন্দম ভট্টাচার্যর মতো বিধায়ক, রয়েছেন দলের দীর্ঘদিনের সক্রিয় কর্মীরা। পদ্মশিবিরের হয়ে কে, কোথা থেকে লড়ছেন, দেখে নিন একঝলকে –

Advertisement

কৃষ্ণনগর উত্তর – মুকুল রায় (Mukul Roy)

কৃষ্ণনগর দক্ষিণ –  মহাদেব সরকার

ডাবগ্রাম – শিখা চট্টোপাধ্যায়

ধূপগুড়ি – বিষ্ণুপদ রায়

ময়নাগুড়ি – কৌশিক রায়

মাল- মহেশ বাগে

শিলিগুড়ি- শংকর ঘোষ

শান্তিপুর – জগন্নাথ সরকার

কৃষ্ণগঞ্জ – আশিস বিশ্বাস

রানাঘাট দক্ষিণ  – মুকুটমনি অধিকারী

রানাঘাট উত্তর-পশ্চিম – অসীম বিশ্বাস

পানিহাটি – সন্ময় বন্দ্যোপাধ্য়ায়

ভবানীপুর – রুদ্রনীল ঘোষ (Rudranil Gosh)

চৌরঙ্গি – শিখা মিত্র

পাণ্ডবেশ্বর – জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)

বরানগর- পার্নো মিত্র (Parno Mittra)

মধ্যমগ্রাম- রাজশ্রী রাজবংশী

হাবড়া – রাহুল সিনহা (Rahul Sinha)

বিধাননগর – সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)

হেমতাবাদ – চাঁদিমা রায়

রাজারহাট-গোপালপুর – শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)

রাজারহাট-নিউটাউন  – ভাস্কর মুখোপাধ্যায়

জগদ্দল – অরিন্দম ভট্টাচার্য

নৈহাটি – ফাল্গুনী পাত্র

বারাকপুর – চন্দ্রমণি শুক্লা

খড়দহ – শীলভদ্র দত্ত

নোয়াপাড়া – সুনীল সিং

ভাটপাড়া – পবন সিং

বীজপুর – শুভ্রাংশু রায়

কামারহাটি – রাজু বন্দ্যোপাধ্যায়

দমদম – বিমলশংকর নন্দ

মানিকতলা – কল্যাণ চৌবে

আসানসোল দক্ষিণ – অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)

বসিরহাট দক্ষিণ – তারকনাথ ঘোষ

বর্ধমান দক্ষিণ – সন্দীপ নন্দী

কালনা – বিশ্বজিৎ কুণ্ডু

মন্তেশ্বর – সৈকত পাঁজা

দুর্গাপুর পূর্ব – কর্নেল দীপ্তাংশু চৌধুরী

[আরও পড়ুন: ‘আত্মনির্ভর’ মন্ত্রেই বাজিমাত, ভারতের অস্ত্র আমদানি কমল ৩৩ শতাংশ]

এই প্রার্থী তালিকা দেখে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূল ও বিজেপির নির্বাচনী লড়াই আরও জমে উঠল। বেশ কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একেবারে সেয়ানে-সেয়ানে টক্কর। প্রার্থীদের মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে, সে সম্পর্কেও এখনই বিশেষ ধারণা করা যাচ্ছে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement