Advertisement
Advertisement

এক মাসের শিশুকে বিক্রির বিজ্ঞাপন ইবে-তে

অমানবিকতার নজির গড়তে দেখা গেল জার্মানিতে৷

1-month-old baby girl put up for sale on eBay for £4,500
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 5:26 pm
  • Updated:October 13, 2016 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমানবিকতার নজির গড়তে দেখা গেল জার্মানিতে৷ এক মাসের শিশুকন্যাকে ইবে ই-কমার্স সাইটে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হল জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়ায়৷ জানা গিয়েছে, বিজ্ঞাপনে শিশুটির ছবি পর্যন্ত দেওয়া হয়েছিল৷ সেখানে লেখা ছিল, ‘৪০ দিনের শিশু মারিয়া৷ বিক্রি আছে৷’

এই বিজ্ঞাপন ই-কমার্স সাইটে প্রকাশিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেটি৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের পারদ চড়ছে৷ ঘটনাটি সম্পর্কে জানতে পেরেই ৩০ মিনিটের মধ্যে ওয়েবসাইটের তরফ থেকে সেটিকে সরিয়ে দেওয়া হয়৷ জানা গিয়েছে শিশুটির দাম ধার্য করা হয়েছিল ৪,৫০০ পাউন্ড৷

Advertisement

বাণিজ্যিক ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা ওয়েবসাইটে প্রথমবার হয়নি৷ গ্রাহকরা ঘটনার বিরুদ্ধে নিজেদের অভিযোগ জানিয়েছেন৷

গোটা বিষয়টি কোনও গুজব না সত্যিই এমন ঘটনা ঘটেছিল তাই খতিয়ে দেখছে পুলিশ৷ সেই সঙ্গে খোঁজ চলছে অভিযুক্তরও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement