BREAKING NEWS

১২ চৈত্র  ১৪২৯  সোমবার ২৭ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রবল বৃষ্টির জেরে নেপালের বিভিন্ন জায়গা নামছে ধস, তিনদিনে মৃত কমপক্ষে ৫৪

Published by: Soumya Mukherjee |    Posted: July 12, 2020 11:23 pm|    Updated: July 12, 2020 11:23 pm

10 More People Killed In Landslides Across Nepal, Total 54 Deaths

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে হওয়া ভূমিধসের ফলে গত তিনদিনে নেপাল (Nepal)-এর বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৪০ জন। পাশাপাশি নিখোঁজও রয়েছেন ৩৯ জন। এর মধ্যে রবিবারই মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচুর জায়গায় ধসও নেমেছে। প্রশাসনের তরফে উদ্ধার কাজ চালানোর চেষ্টা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। এদিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধস (Landslides) -এর কারণে গত তিনদিনে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার মারা গিয়েছেন কমপক্ষে ১০ জন। সাতজনের মৃত্যু হয়েছে মায়াগদি, দুজনের জাজারকোট ও একজনের সিন্ধুপালচক জেলায়। এছাড়া পূর্ব প্রান্তে অবস্থিত শঙ্খুওয়াসাভা জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে আটটি বাড়ি নদীর জলে ভেসে গিয়েছে। এর জেরে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১১ জন।

[আরও পড়ুন: অবশেষে আশার আলো! ‘করোনা ভ্যাকসিনে’র ট্রায়াল সফল, দাবি রাশিয়ার ]

এপ্রসঙ্গে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, গত ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গা প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে হওয়া ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ৩৯ জন। পাশাপাশি ৪০ জন জখমও হয়েছেন।

[আরও পড়ুন: জুতো থেকেও ছড়াতে পারে করোনা? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে