Advertisement
Advertisement

Breaking News

১০৫ বছর বয়সে হাইস্কুল ডিপ্লোমা পেলেন এই বৃদ্ধা

কুর্নিশ...

105 year lady gets high school diploma
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 19, 2017 2:17 pm
  • Updated:May 19, 2017 2:17 pm

প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ সংসারের চাপে পড়াশুনাটা আর করা হয়ে ওঠেনি৷ পেরোনো হয়নি হাইস্কুলের গণ্ডি৷ জীবনে এই একটাই আক্ষেপ ছিল আমেরিকার পেনসেলভেনিয়ার বাসিন্দা থেরেসিয়া ব্র্যান্ডলের৷ শেষ পর্যন্ত অবশ্য হাইস্কুলের গণ্ডিও পেরিয়ে গেলেন তিনি৷ ১০৫ বছর বয়সে হাইস্কুলের সাম্মানিক ডিপ্লোমা পেলেন তিনি৷ প্রমাণ করলেন, ইচ্ছা থাকলে উপায় হয়৷

[মার্কিন অভিবাসন দপ্তরের হেফাজতে মৃত্যু ভারতীয় প্রৌঢ়ের]0

Advertisement

কিশোরী থেরেসিয়া ছিলেন স্থানীয় স্টো হাইস্কুলের ছাত্রী৷ কিন্তু অসুস্থ মায়ের দেখভাল করার জন্য মাঝপথেই স্কুল ছাড়তে হয় তাঁকে৷ জীবন বয়ে চলে আপন নিয়মে৷ বিয়ের পর সংসারের জাঁতাকলে পড়ে ইচ্ছা থাকলেও আর নতুন করে পড়াশোনা শুরু করতে পারেননি থেরেসিয়া৷ কিন্তু হাইস্কুলের গণ্ডি না পেরোতে পারার আক্ষেপটা জীবনভরই তাড়া করে বেড়িয়েছে তাঁকে৷ নিজের আক্ষেপের কথা কোনও দিন লুকিয়েও রাখেননি থেরেসিয়া৷ থেরেসিয়া ব্রান্ডেলের এই অপূর্ণ ইচ্ছার কথা জানতে পেরে এগিয়ে আসে টুইলাইট উইশ ফাইন্ডেশন নামে আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন৷ এঁদের কাজই হল, ৬৫ বছরের বেশি বয়সীদের অপূর্ণ সাধ পূরণ করা৷

Advertisement

[মেনুতে নরমাংস! গুজবে বন্ধ হতে চলেছে ভারতীয় রেস্তোরাঁ]

থেরেসিয়ার ব্রান্ডেলের ছোটবেলার স্কুল এখন আর নেই৷ স্থানীয় একটি স্কুলের সঙ্গে মিশে গিয়ে স্কুলটির নতুন নাম হয়েছে স্টো-রক্স স্কুল৷ টুইলাইট উইশ ফাইন্ডেশন উদ্যোগে ১০৫ বছর বয়সী থেরেসিয়াকে সাম্মানিক হাইস্কুল ডিপ্লোমা দিল স্টো-রক্স স্কুল৷

বয়স হয়েছে, শরীরটা মাঝেমধ্যেই তা জানান দেয়৷ আপাতত থেরেসিয়া ব্রান্ডেলের ঠিকানা স্থানীয় একটি নার্সিংহোম৷ সেখানেই এই সাম্মানিক ডিপ্লোমার শংসাপত্র গ্রহণ করলেন তিনি৷ সাক্ষী থাকলেন থেরেসিয়ার চার নাতি, তাঁদের আট সন্তান ও তাঁদের পরবর্তী প্রজন্মও৷

[প্রবল ধাক্কা চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পে, বিরোধিতায় সরব বহু দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ