সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড পাকিস্তানের (Pakistan) শপিং মলে। শনিবার করাচির বহুতল মলটিতে আগুন লাগে। দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ ভিতরে আটকে রয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকা করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মল থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। মারা গিয়েছেন ১১ জন। কিন্তু এখনও মলের ভিতরে রয়ে গিয়েছেন বহু মানুষ। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বের করে আনার চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অন্যতম রউফ হামিদ জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”আগুন লাগতেই দ্রুত আমরা দৌড়ে নিরাপদ একটি রুমে চলে গিয়েছিলেন। এমন পুরু ধোঁয়া বেরচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী করব।”
করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব এক্স হ্যান্ডলে এই অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। ঠিক কী কারণে আগুন লাগল এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলে জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.