ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident) আমেরিকার পড়শি দেশ মেক্সিকোয় (Mexico)। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিযে খাদে পড়ল যাত্রীবাহী বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। জখম হয়েছেন কমপক্ষে ১৭ জন। মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। ৬ যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নিহত এবং আহতদের প্রতি সমবদেনা জানিয়েছেন ওক্সাকার গভর্নর জেনারেল।
মেক্সিকো প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে বাসটি রওনা দেয় সান্তিয়াগো দে ইয়োসোন্দুয়াপের উদ্দেশে। মাঝপথে ম্যাগদালেনা পেনাসকো শহরের পাহাড়ির রাস্তায় তীব্র গতিতে ছুটছিল যাত্রীবোঝাই বাসটি, সেই সময় নিয়ন্ত্রণ হারান চালক। তখনই সেটি ৮০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। তাতেই মৃত্যু হয়েছে ২৭ জনের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের উদ্ধারকারী বাহিনী। ১৭ জন জখমকে উদ্ধার করে একাধিক হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছে প্রশাসন। ওক্সাকার গভর্নর সলোমন জারা সামাজিকমাধ্যমে দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, “ম্যাগদালেনা পেনাসকো শহরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা শোকাহত। সরকারি উদ্ধারকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করছেন। আহতদের সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.