Advertisement
Advertisement

Breaking News

ধর্ষিতাকেই ২৭ হাজার ডলার জরিমানা করল আদালত!

২৯ বর্ষীয় মডেলের অভিযোগ, দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও অনলাইনে পোস্ট করে দিয়েছে৷ এই ঘটনায় গ্রেফতারও করা হয় দুই অভিযুক্তকে৷ প্রমাণ হিসেবে আদালতের সামনে পেশ করা হয় সেই ধর্ষণের ভিডিওটি৷ তা সত্ত্বেও অভাবনীয় রায় শোনালেন বিচারপতি৷

29-year-old German model raped, filmed; court slaps penalty on her
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 3:46 pm
  • Updated:June 24, 2016 4:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দুনিয়া যখন মুখ ফিরিয়ে নেয়, তখন ন্যায় বিচারের জন্য ধর্ষিতা আদালতের দ্বারস্থ হন৷ কিন্তু সেখানেও যদি নির্যাতিতাকেই অপরাধীর আসনে বসিয়ে দেওয়া হয়, তাহলে? এমনই পরিস্থিতির শিকার হলেন জার্মান মডেল গিনা-লিসা লোহফিঙ্গ৷

২৯ বর্ষীয় মডেলের অভিযোগ, দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও অনলাইনে পোস্ট করে দিয়েছে৷ এই ঘটনায় গ্রেফতারও করা হয় দুই অভিযুক্তকে৷ প্রমাণ হিসেবে আদালতের সামনে পেশ করা হয় সেই ধর্ষণের ভিডিওটি৷ তা সত্ত্বেও অভাবনীয় রায় শোনালেন বিচারপতি৷ সামান্য জরিমানা করে দুই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়৷ আর লিসাকে ২৭ হাজার ডলার জরিমানা করা হয়৷ অর্থাৎ ধর্ষিত হওয়ার জন্য ভারতীয় অর্থে তাঁকে আনুমানিক সাড়ে ১৮ লক্ষ টাকা জরিমানা দিতে হল৷ শুনলে অবাক হতে হয়৷ আদালতের রায়ে বিস্মিত জার্মান মডেলও! বলছেন, “আমাকে নির্যাতিতা থেকে অপরাধীতে পরিণত করা হচ্ছে৷ আমাকে কি আগে মারা যেতে হবে? তবে আদালত বুঝবে কী ঘটনা ঘটেছিল৷”

Advertisement

ধর্ষিতা হতাশ হলেও এমন রায়ের কারণ ব্যাখ্যা করেছেন বিচারক৷ তিনি জানান, “লিসা চাননি যে এই ভিডিও অনলাইনে পোস্ট করা হোক৷ কিন্তু ভিডিওতে স্পষ্ট, তিনি যৌন মিলনের জন্য বাধা দেননি৷ যা আদালতের চোখে অপরাধ৷ সেই জন্যই এই শাস্তি বিধান৷” জার্মানিতে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়৷ এর আগেও ধর্ষণে অভিযুক্তকে অত্যন্ত কম শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার উদাহরণ রয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ