Advertisement
Advertisement
ISIS

ইসলামিক স্টেটের হাতিয়ার ‘বিভীষণ’! জার্মানিকে রক্তাক্ত করার ষড়যন্ত্র ফাঁস

গ্রেপ্তার তিন সন্দেহভাজন।

3 German teenagers detained for planning ISIS-Like attack
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2024 3:15 pm
  • Updated:April 12, 2024 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানিতে (Germany) জঙ্গি হামলার ছক কষছে আইএস। এই আশঙ্কা গত বছর ইজরায়েলে-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে এবার দুই কিশোরী ও এক কিশোরকে আটক করা হল পশ্চিম জার্মানিতে। পুলিশের দাবি, তারা আইএসের (ISIS) হয়ে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিল।

জানা গিয়েছে, আটক তিনজনের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। তিনজনই ডাসেলডর্ফ অঞ্চলের বাসিন্দা। তারা হত্যালীলা চালানোর পরিকল্পনা করছিল বলেই দাবি তদন্তকারীদের। তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। বলা হয়েছে, তদন্ত জোরকদমে চলছে। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ওই কিশোর-কিশোরীরা নাকি মলোটভ ককটেল ও ছুরি নিয়ে হামলার নীল নকশা তৈরি করেছিল। এমনকী, তারা আগ্নেয়াস্ত্রের খোঁজও করছিল। তিনজনই আইএস সমর্থক। মনে করা হচ্ছে, তাদের লক্ষ্য ছিল পুলিশ ও খ্রিস্টানরা।

Advertisement

[আরও পড়ুন: ‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেপ্তারি কাণ্ডে অধিকারীদের নিশানা তৃণমূলের]

এভাবে জার্মানিরই বাসিন্দাদের ‘বিভীষণ’ হিসেবে গড়ে তুলে সেদেশে হামলার উসকানি দেওয়ার পরিকল্পনা কষছে আইএস। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে জার্মান প্রশাসন। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গত জানুয়ারিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা নতুন বছরে ক্যাথিড্রালে হামলার ছক কষছিল বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি দুই আফগানও গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, সুইডেনের পার্লামেন্টে হামলার পরিকল্পনা ছিল তাদের।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ! রাজ্যে NIA-র জালে দুই চক্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ