৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বরফজমা হ্রদে হাঁটতে গিয়ে বিপত্তি, ভাঙল আস্তরণ, তলিয়ে মৃত্যু তিন ভারতীয় বংশোদ্ভূতর

Published by: Kishore Ghosh |    Posted: December 28, 2022 2:18 pm|    Updated: December 28, 2022 2:19 pm

3 Indian-Americans Walking On Frozen Lake Fall Through Ice and Died | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতে বিপর্যস্ত আমেরিকায় (America) এবার মর্মান্তিক দুর্ঘটনা। ঠান্ডায় জমে গিয়েছিল বিরাট হ্রদের জল। সেই বরফের উপর দিয়ে হাঁটার সময় উপরের আস্তরণ ভেঙে জলে তলিয়ে গেলেন এক মহিলা-সহ তিন ভারতীয় বংশোদ্ভূত। গত ২৬ ডিসেম্বরের দুর্ঘটনায় তিন জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার কিছু পরে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। যদিও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ডুবুরি নামিয়ে হ্রদ থেকে অন্য দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস থেকে মঙ্গলবার দুর্ঘটনার বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। ঘটনাটি অ্যারিজোনার (Arizona)। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নারায়ণ মুদ্দানা (৪৯), হরিতা মুদ্দানা এবং গোকুল মেডিসেটির (৪৭)। তাঁরা অ্যারিজোনারই বাসিন্দা। স্থানীয় উডস ক্যানিয়ন হ্রদে (Woods Canyon Lake)  ঘুরতে গিয়েছিলেন তিন ভারতীয় বংশোদ্ভূত। অ্যারোজোনার অন্যতম পর্যটনস্থল উডস ক্যানিয়ন। যদিও এবছরের প্রবল ঠান্ডায় গোটা হ্রদের জল জমে বরফ হয়ে গিয়েছে। তিন ভারতীয় সেই পুরো বরফের উপর দিয়ে হাঁটছিলেন। কিন্তু কিছুটা হাঁটার পরেই ভয়ংকর বিপত্তি হয়।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা, ভরতি করা হল হাসপাতালে]

আচমকা বরফের আস্তরণ ভেঙে হ্রদের প্রবল ঠান্ডা জলে পড়ে যান নারায়ণ, হরিতা ও গোকুল। পড়ামাত্র নারায়ণ ও গোকুল তলিয়ে যান বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি কোনওক্রমে হরিতাকে বাঁচাতে সক্ষম হন। যদিও পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে পুলিশের হস্তক্ষেপ উদ্ধারকারী দল নামে উডস ক্যানিয়ন হ্রদে। শেষ পর্যন্ত পরদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণ ও গোকুলের দেহ উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য, বড়দিনে তুষারঝড়ে (Snow Storm) বিষাদের ছায়া আমেরিকায়। ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। পূর্ব আমেরিকার অবস্থা ভয়াবহ। কার্যত বরফের তলায় চলে গিয়েছে সাধারণ জনজীবন। বছর শেষের আনন্দের বদলে ভয়ংকর ঠান্ডায় টিকে থাকা দায় হচ্ছে। গত শুক্রবারই জানা গিয়েছিল, কোনও কোনও অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সেই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। এইসঙ্গে তুষারঝড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে