Advertisement
Advertisement

তুরস্কে বিয়েবাড়িতে আত্মঘাতী হামলা, হত বহু

তুরস্ক প্রশাসনের ধারণা এই হামলার পিছনে আছে আইসিস৷

30 dead and 90 hurt in blast at a wedding ceremony in Turkey
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2016 9:12 am
  • Updated:November 4, 2019 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হানার শিকার তুরস্ক৷ গাজিয়ানতোপের এক বিয়েবাড়ির অনুষ্ঠানে আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত মৃত প্রায় ৩০৷ আহতের সংখ্যা ৯৪৷ তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে৷

সিরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিমি দূরে এই গাজিয়ানতোপ শহর৷ সিরিয়ার সঙ্গে যুদ্ধবিবাদের সম্পর্ক মেটাতে আরও সক্রিয় হওয়ার কথা ঘোষণা করেছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী৷ এই ঘোষণার মাত্র একদিন পরেই আত্মঘাতী হামলায় বিপর্যস্ত হল তুরস্ক৷ বেছে বেছে টার্গেট করা হয়েছে বিয়েবাড়ির turkey-attack2_webমতো সামাজিক অনুষ্ঠান৷ একই সাথে যেখানে অনেক মানুষের উপস্থিতি এবং যেখানে হামলা করলে সমাজে বসবাসকারী সাধারণ মানুষ সন্ত্রস্ত হবেন, সেরকম জায়গাকেই সন্ত্রাসের টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ আনন্দের অনুষ্ঠান এইভাবে মৃত্যুভূমিতে পরিণত হওয়ায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে আতঙ্ক৷

Advertisement

যদিও এখনও কোনও দল এই হামলার দায় শিকার করেনি, তবে তুরস্ক প্রশাসনের ধারণা এই হামলার পিছনে আছে আইসিস৷ এমনিতেই সিরিয়া সীমান্তে আইসিস জঙ্গিরা বেশ সক্রিয়৷ এছাড়া সন্দেহের তালিকায় আছে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিও৷ গাজিয়ানটোপে কুর্দি শ্রেণির মানুষের বসবাসই বেশি৷ প্রশাসনের তরপরতায় দ্রুত হাতে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে৷ এই নিয়ে একাধিকবার জঙ্গি হানায় বিপর্যস্ত হল তুরস্ক৷ উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক আক্রমণকে নৃশংস বলে বর্ণনা করে জানান, ‘ঈশ্বর সহায় হলে আমরা এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব৷’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ