Advertisement
Advertisement

Breaking News

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তালিবান, ফিঁদায়ে হামলায় মৃত ৫ জঙ্গি

ফের কাঁপল আফগানিস্তান৷

5 killed as Taliban faction bombs rival group
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2017 9:18 am
  • Updated:June 14, 2017 9:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত জঙ্গিনেতা মোল্লা ওমরের দাপটে আফগানিস্তানে একসময় একছত্র রাজত্ব করেছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী তালিবান৷ আমেরিকা ও রশিদ দাস্তাম্বের যৌথবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে কাবুল হারালেও, শক্তিসংগ্রহ করে ফের যুদ্ধ শুরু করেছিল ওমরের তালিবান৷ কিন্তু তার মৃত্যুর পর থেকেই জঙ্গিগোষ্ঠীটির মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই৷ বুধবার তার জেরেই একটি তালিবান গোষ্ঠীর উপর ফিঁদায়ে হামলা চালায় ওপর এক দল৷ ওই হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জঙ্গির৷ আহত হয়েছে বহু৷

[চালকের কানে ফোন? এমন ছবি তুললেই মিলবে পুরস্কার]

আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, হেলমন্দ প্রদেশের গেরেস্ক অঞ্চলে মোল্লা আবদুল রসুল গোষ্ঠীর একটি জমায়েতে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে প্রচন্ড বিস্ফোরণ ঘটায় বিরোধী গোষ্ঠীর এক আত্মঘাতী জঙ্গি৷ ঘটনাটির সত্যতা স্বীকার করেছে ওই জঙ্গিগোষ্ঠী৷ সূত্রের খবর, তালিবানের নেতৃত্ব নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত৷ ২০১৩ সালে মোল্লা ওমরের মৃত্যুর পর তালিবানের রাশ ধরে মোল্লা আখতার মনসুর৷ এনিয়েই জঙ্গিগোষ্ঠীটির অন্দরে বিবাদের সূত্রপাত হয়৷ ক্রমশ তা রক্তক্ষয়ী লড়াইয়ে গড়ায়৷ আখতার মনসুরের নেতৃত্বের বিরোধিতা করে লড়াই শুরু করে রসুল গোষ্ঠী৷

Advertisement

তবে তালিবানের অন্দরে চলা লড়াইকে একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছে আফগান নিরাপত্তাসংস্থাগুলি৷ মার্কিন ও আফগান সেনার হামলায় কোণঠাসা হলেও ফের পাকিস্তান সীমান্তে শক্তিবৃদ্ধি করে ফের হামলা চালাচ্ছে তালিবান৷  সম্প্রতি, আফগান সেনা ও ন্যাটো বাহিনীর উপর ভয়ানক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালিবান৷ জঙ্গিগোষ্ঠীটি ওই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নামে এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছে তালিবান৷ উল্লেক্ষ্য, এপ্রিল মাসে মাজার-ই-শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল তালিবান৷ ওই হামলায় মৃত্যু হয় ১৫০ আফগান সেনার৷ উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকেই তালিবানকে গোপনে সমর্থন জানিয়েছে৷ সেনাঘাঁটি ও পুলিশের উপর আত্মঘাতী হামলা চালানোর পিছনেও রয়েছে ওই সমর্থকরা৷

Advertisement

[চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার প্যান্ট্রি কারের কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ