Advertisement
Advertisement
Indian student

বিদেশে পড়তে গিয়ে ৫ বছরে মৃত ৬৩৩ ভারতীয় পড়ুয়া! তালিকায় শীর্ষে কানাডা

৫ বছরে ১৭২ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে কানাডাতে।

633 Indian student death abroad in last 5 years, highest in Canada

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 28, 2024 5:30 pm
  • Updated:July 28, 2024 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে মৃত্যু হয়েছে ৬৩৩ জন ভারতীয় পড়ুয়ার। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শুধু তাই নয়, রিপোর্টে আরও বলা হয়েছে এই ৫ বছরে সবচেয়ে বেশি পড়ুয়ার মৃত্যু হয়েছে কানাডাতে।

সংসদে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ৫ বছরে ১৭২ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে কানাডাতে। এর পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে ১০৮ জন ছাত্রের মৃত্যু হয়েছে গত ৫ বছরে। এছাড়া, ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪, জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে গত ৫ বছরে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রাকৃতিক কারণ ছাড়াও আরও নানা কারণে প্রাণ হারিয়েছেন পড়ুয়ারা। তবে মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডাতে খুন হয়েছেন ৯ জন। পড়ুয়া খুনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘৪ বছর পর খ্রিষ্টানদের আর ভোট দিতে হবে না’, প্রচারে মেরুকরণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে]

সংসদে দাঁড়িয়ে কীর্তিবর্ধন সিং বলেন, বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। গত ৫ বছরে যে ৬৩৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে সেখানে মৃত্যুর কারণ হিসেবে প্রাকৃতিক দুর্ঘটনা, চিকিৎসার পাশাপাশি আততায়ী হামলার ঘটনাও ঘটেছে। নিশ্চিতভাবে বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারত সরকারের। সরকারের তরফে বিদেশে থাকা পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার সবরকম চেষ্টা চলছে। এবং সেখানে পাঠরত সকল পড়ুয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘জম্মু সীমান্তের প্রতিটি ইঞ্চি সিল করা হবে’, সন্ত্রাস রুখতে বড়সড় পরিকল্পনা কেন্দ্রের]

তবে মৃত্যুর পাশাপাশি আরও একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গত তিন বছরে আমেরিকা থেকে ৪৮ জন ভারতীয় পড়ুয়াকে নির্বাসিত করা হয়েছে। তবে সরকারের দাবি, ঠিক কী কারণে নির্বাসন করা হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোনও নির্দিষ্ট সরকারি রিপোর্ট থাকে না। তবে অনুমোদন ছাড়া কর্মসংস্থান, শিক্ষাক্ষেত্রে অনুপস্থিতি, বহিষ্কার-সহ নানান কারণে বাতিল হয়ে যেতে পারে পড়ুয়াদের ভিসা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ