Advertisement
Advertisement
Israel Hamas

হামাসের ফাঁদে ‘গোলান ব্রিগেড’! গাজায় নিহত ইজরায়েলের ৯ জওয়ান

আটকে পড়া সেনাদের উদ্ধার করতে গিয়েই বিপত্তি।

9 Israeli soldiers killed in Hamas counter attack while trying to rescue others | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 14, 2023 2:47 pm
  • Updated:December 14, 2023 3:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের (Israel) উপর পালটা প্রত্যাঘাত হামাসের। বিশেষ অভিযান চালিয়ে গোলান ব্রিগেডের ৯ জন ইজরায়েলি সেনাকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠীটি। জানা গিয়েছে, মঙ্গলবার গাজার (Gaza) শিজাইয়া এলাকায় আহত সৈনিকদের সন্ধানে বেরিয়েছিল ইজরায়েলি সেনার একটি দল। সেই সময়ে লাগাতার হামলার মুখে পড়ে তাদের সকলের মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তবে যুদ্ধবিরতির প্রস্তাব মানতে নারাজ তিনি।

জানা গিয়েছে, হামাসের (Hamas) আক্রমণের মুখে পড়ে কমান্ডারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন চার ইজরায়েলি সেনা। তাঁদের উদ্ধার করতেই আলাদা করে শুরু হয় সেনার অভিযান। সেই সময়েই লাগাতার গুলিবৃষ্টি চলে তাঁদের উপর। পরপর বোমাও ছোড়ে হামাস। ঘটনাস্থলেই মৃত্যু নয় ৯ সেনার। তাঁদের মধ্যে রয়েছেন কমান্ডার পর্যায়ের দুই সেনা আধিকারিক। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন নেতানিয়াহু। তাঁর মতে, এই ঘটনা মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, ইতিমধ্যেই ১১৫ জন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে এই সংঘর্ষে।  

Advertisement

[আরও পড়ুন: ‘ওই অংশ আমাদেরই’, ৩৭০ নিয়ে সুপ্রিম রায়ের পরই লাদাখ তোপ চিনের]

৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে চিরতরে মুছে ফেলার পণ নিয়েছে ইজরায়েল। সেই লক্ষ্যকে সামনে রেখে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। যে কারণে গাজায় যুদ্ধবিরতি চাইছে বিভিন্ন দেশ। কিন্তু কোনও পক্ষের কথাতেই কর্ণপাত করতে নারাজ নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ইজরায়েলি সেনা এই যুদ্ধ জারি রাখবে। এর শেষ না দেখে আমরা থামব না। ফলে লড়াই থামানোর কোনও প্রশ্নই ওঠে না। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দুঃখের সঙ্গে জানাচ্ছি, যতদিন না আমরা জয়লাভ করছি এই যুদ্ধ চলবে।” মঙ্গলবার রাষ্ট্রসংঘে যুদ্ধ বিরতির প্রস্তাব পাশ হওয়ার পরেরদিনই এই মন্তব্য করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।   

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা, গুরুত্বের সঙ্গে দেখছে অ্যালবানিজ সরকার, বললেন রাষ্ট্রদূত ফিলিপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement