BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, স্কুল চত্বরে এলোপাথাড়ি গুলি, মৃত ২

Published by: Kishore Ghosh |    Posted: June 7, 2023 9:33 am|    Updated: June 7, 2023 9:33 am

A 19-Year-Old Shooter Kills 2 and Injures 5 Outside School In US Virginia | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলার অন্ত নেই। এবার রক্তাক্ত ভার্জিনিয়া। মঙ্গলবার রাতে হাই স্কুলের থিয়েটার হলে চলছিল সমাবর্তন অনুষ্ঠান। হল থেকে পড়ুয়া এবং অভিভাবকরা বেরোতেই হামলা চালায় এক বন্দুকবাজ। তাতেই মৃত্যু হয়েছে ২ জনের। আহত কমপক্ষে ৫ জন। গ্রেপ্তার করা হয়েছে হামলায় অভিযুক্ত যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় রয়েছে কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। ওই স্কুলেরই সমাবর্তন অনুষ্ঠান চলছিল ক্যাম্পাসের একটি থিয়েটার হল। অনুষ্ঠান শেষে পড়ুয়া এবং অভিভাবকরা হলের বাইরে বেরোতেই হামলা চালায় ১৯ বছর বয়সি বন্দুকবাজ। তাতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ১৮ এবং ৩৬ বছর বয়সি দু’জন। একটি মার্কিন টেলিভিশন চ্যানেলের দাবি, মৃতরা বাবা ও ছেলে।

[আরও পড়ুন: যে কোনও মামলাতেই হতে পারেন গ্রেপ্তার, রক্ষাকবচ চেয়ে আদালতে ইমরানের স্ত্রী]

খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ধরা পড়ে যুবক বন্দুকবাজ। রিচমন্ডের শীর্ষ পুলিশ আধিকারিক রিক এডোয়ার্ড জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অলট্রিয়া থিয়েটার হলের সমানে গুলি চলেছে। হামলা চালানোর কারণ জানতে হামলাকারী যুবককে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে খুনের, খুনের পরিকল্পনা-সহ একাধিক মামলা রুজু করেছে ভার্জিনিয়া পুলিশ।

[আরও পড়ুন: অল্পে রক্ষা! মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে গোলমাল, আমেরিকার বদলে জরুরি অবতরণ রাশিয়ায়]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে