Advertisement
Advertisement

Breaking News

ব্রিটিশ দম্পতিকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত মহিলা-সহ ২

ধৃতদের সঙ্গে আইসিস যোগের প্রমাণ মিলেছে।

A British family kidnapped by Indian woman and man
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2018 3:33 pm
  • Updated:February 26, 2018 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ দম্পতিকে অপহরণের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার হয়েছে তার এক মহিলার সঙ্গীও। ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন আইসিসের যোগসূত্র পাওয়া গিয়েছে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এলাকার। ধৃত মহিলার নাম ফতিমা প্যাটেল। পুরুষ সঙ্গীর নাম সাফিদিন আসলাম ডেল ভাইকিও। দু’জনের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতির মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তভার নিয়েছে দক্ষিণ আফ্রিকার বিশেষ পুলিশের ইউনিট হকস।

হকস সূত্রে জানা গিয়েছে, ওই ব্রিটিশ দম্পতির মুখে কিছু স্প্রে করেই তাঁদের অচেতন করা হয়। তারপর একে একে দুজনের সঙ্গে থাকা, টাকা-পয়সা, ক্রেডিট কার্ড, গহনা, ফোন-সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে নেয়। এই মুহূর্তে অপহৃত দম্পতির খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। চলতি মাসের ৯ তারিখে যে জায়গায় ওই দম্পতিকে শেষবারের মতো দেখা গিয়েছিল, তার থেকে ৩০০ কিলোমিটার দূরে তাঁদের গাড়িটিকে খুঁজে পাওয়া গিয়েছে। অন্যদিকে, প্যাটেল ও ভাইকিও-র বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগও উঠেছে। ভাইকিওর বিরুদ্ধে কট্টরপন্থীদের একটি ওয়েব ফোরাম চালানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য সিমকার্ড সরবরাহের কাজও করত সে। অভিযোগ, দক্ষিণ আফ্রিকার গ্রামাঞ্চলে একটি বাসভবন রয়েছে তাদের। সেখানে এই অপরাধী যুগলকে আইসিসের পতাকা তুলতে দেখা গিয়েছে। যে জায়গা থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে, সেখানেও পোঁতা ছিল আইসিসের পতাকা। এরপরই দম্পতির অপহরণের সঙ্গে ওই যুগলের যোগসূত্র আবিষ্কার করে পুলিশ। সেই সূত্র ধরেই শুরু হয়েছে তদন্ত।

Advertisement

[ভুলে ভরা তো কী, ৫০ হাজার ডলারে নিলাম হবে জোবসের বায়োডেটা]

এই ঘটনার আগেই ব্রিটেনের সরকারের তরফে একটি ভ্রমণ সংক্রান্ত পরামর্শ প্রচারিত হয়েছিল। যেখানে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ নাগরিকদের উপরে জঙ্গিহানার ঘটনার আগাম সতর্কবার্তা ছিল। তবে অতিকথন বলে বিষয়টি এড়িয়ে যায় স্থানীয় মুসলিম সংগঠনগুলি। উলটে বলা হয় ভ্রমনার্থীদের জন্য দক্ষিণ আফ্রিকা নিরাপদ। তবে এই ঘটনা আইসিসের যোগসূত্রের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে অ্যাফ্রো-মধ্যপ্রাচ্য সেন্টারের তরফে এব্রাহিম ডিন বলেছেন, দক্ষিণ আফ্রিকার মুসলিমরা সাংগঠনিক দিক থেকে একতাবদ্ধ। শুধুমাত্র ইউরোপ-সহ বেশ কিছু জায়গায় আফ্রিকান মুসলিমদের বৈষম্যের মুখে পড়তে হয়। তবে সংশ্লিষ্ট এলাকায় পরম্পরাগত কোনও সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন নেই। যদিও ফতিমা প্যাটেল ও ডেল ভাইকিওর গ্রেপ্তারির পর সক্রিয় সন্ত্রাসের প্রমাণ মিলেছে। ধৃত দুজনই আইসিসের সক্রিয় সদস্য। এমনই সন্দেহ করা হচ্ছে। ধৃতরা অপহরণের কথা কবুল করেছে।

[নেপালের পর্যটন শিল্পে দ্রুত থাবা বসাচ্ছে চিন, উদ্বিগ্ন নয়াদিল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ