Advertisement
Advertisement

Breaking News

Rishi Sunak

‘পুরুষরা পুরুষ, নারীরা নারী’, রূপান্তরকামীদের বিরোধিতায় বিতর্কিত মন্তব্য সুনাকের!

তাঁর এমন মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।

'A man is a man, a woman is a woman', says Rishi Sunak। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 5, 2023 10:24 am
  • Updated:October 5, 2023 10:24 am

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য ব্রিটিশ (UK) প্রধানমন্ত্রী ঋষি সুনাকের! কনজারভেটিভ পার্টির কনফারেন্সে তাঁকে বলতে শোনা গেল, ”একজন পুরুষ পুরুষই। আর নারীরা নারী।” তাঁর মতে, কেউ চাইলেই যে কোনও লিঙ্গের হতে পারেন, এমনটা ভাবা উচিত নয়। আর তাঁর এমন মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।

কনজারভেটিভ পার্টির কনফারেন্সে এই প্রথম ভাষণ দিলেন সুনাক। আর সেই ভাষণে নানা বিষয়ে কথা বলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজরে এসেছে এই মন্তব্যই। অনেকেই মনে করছেন, এর পিছনে রয়েছে রূপান্তরকামীদের প্রতি তাঁর বিদ্বেষ। ঠিক কী বলেছেন সুনাক? তাঁর কথায়, ”আমাদের এমনটা বিশ্বাস করা উচিত নয় যে, কেউ যে কোন লিঙ্গেরই হতে পারেন। একজন পুরুষ পুরুষই, একজন মহিলা মহিলাই। এটা একেবারেই সাধারণ জ্ঞানের বিষয়।”

Advertisement

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের শৌচাগার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

কনফারেন্সে ধূমপানের বিরোধিতাও করেছেন সুনাক (Rishi Sunak)। ইংল্যান্ডে ধূমপায়ীদের ন্যূনতম বয়স ১ বছর বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিশোরদের ধূমপান বন্ধ করার ব্যাপারেও জোর দিতে দেখা গিয়েছে তাঁকে। এর আগেই জানা গিয়েছিল, ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত (Smokefree) দেশ হওয়ার লক্ষ্যে এগোচ্ছে ব্রিটেন। আর সেই কাজে দেশবাসীকে আরও বেশি করে শামিল হওয়ার পদক্ষেপ হিসেবে পরবর্তী প্রজন্ম থেকে সিগারেট বিক্রি নিষিদ্ধ (Ban) করার ভাবনাচিন্তা চলছে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র এমনটাই দাবি করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ঘর শত্রু বিভীষণ! বিজেপির রাজ্য নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক অনুপম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ