Advertisement
Advertisement

Breaking News

বিএমডব্লু কর্তার সঙ্গে আজ বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতেই জার্মানি আসা মুখ্যমন্ত্রীর৷

A meeting will be held today between CM and BMW head
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 9:30 am
  • Updated:June 23, 2022 7:52 pm

কিংশুক প্রামাণিক: এবার শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্যিক সফর৷ মূলত রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতেই জার্মানি আসা মুখ্যমন্ত্রীর৷ আর সেই কারণেই ইতিহাসের এই শহরে পা রেখেই নিজের দুই মন্ত্রী ও বাংলার শিল্পমহলের কাছ থেকে জেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে জার্মানদের বিপুল আগ্রহের কথা৷ তাই সময় নষ্ট না করে আজ মঙ্গলবার বেলাতেই জগৎবিখ্যাত বিএমডব্লিউ গাড়ি কোম্পানির সিইও এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ পরদিন বুধবার মিউনিখে জার্মান শিল্পমহলের সঙ্গে রয়েছে বাংলার প্রতিনিধি দলের বৈঠক৷ এটি এবারের সফরে বাণিজ্যিক দিক থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জার্মানিতে আসা বাংলার শিল্পপতিরা৷

ভ্যাটিকান পর্ব শেষ করে সোমবার রাতে জার্মানি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রোম থেকে স্থানীয় সময়  সন্ধে ৭.৩০-এর বিমানে মিউনিখ রওনা হন তিনি৷ প্রায় দেড় ঘণ্টা যাত্রার পর মিউনিখ পৌঁছন তিনি৷ বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জার্মান সরকারের শীর্ষ আধিকারিকরা ছাড়াও স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলা থেকে আগেই আসা দুই মন্ত্রী অমিত মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ বিমানবন্দর থেকে হোটেলে আসার পথে গাড়িতেই মুখ্যমন্ত্রী জেনে নেন ডুসেলডর্ফ শহরের সঙ্গে কলকাতার মউ স্বাক্ষরের খবর৷ উল্লেখ্য, এদিন সকালেই ডুসেলডর্ফ শহরের সঙ্গে তিলোত্তমার ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়টি নিয়ে চুক্তি করেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

Advertisement

মিউনিখ আসার আগে রোম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বারবার টেরিজার সেইন্ট হওয়ার যে ঐতিহাসিক অনুষ্ঠান দেখলেন তার স্মৃতিরোমন্থন করেছেন৷ একইসঙ্গে ভ্যাটিকানে যেভাবে সংবর্ধনা পেয়েছেন তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী৷ বলছেন, ‘‘এখানে না এলে মিস করতাম৷’’ টিম বেঙ্গলের সঙ্গে ঘরোয়া আলোচনায় বার বার বলছিলেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

জার্মানি পৌঁছেই ডুসেলডর্ফের মেয়র গিজেল থমাসের সঙ্গে এক প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন শোভন৷ আগামী বছর কলকাতায় যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে জার্মান শিল্পপতিদের সঙ্গে নিয়ে আসার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানান বাংলার মন্ত্রী শোভনবাবু৷ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও করছেন তিনি৷ মেয়রের সঙ্গে আসা শিল্পপতিরাও এদিন ডুসলডর্ফে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷ মেয়রের সঙ্গে রয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, ময়াঙ্ক জালান, পার্থ ঘোষ, সুমিত বাজাজ প্রমুখ৷

এদিন মিউনিখে শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ৭ তারিখ মিউনিখে ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল শিল্পের একটি কর্মশালা রয়েছে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর শিল্প  সম্মেলনে জার্মানির বিখ্যাত শিল্পপতিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ জার্মানির চার শহরে শিল্প বৈঠক রয়েছে৷ মিউনিখ ছাড়াও ডুসেলডর্ফ, বাভেরিয়া, স্টুটগার্টে বৈঠক আছে৷ গাড়ি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন শিল্পে বিনিয়োগ, কলকাতা থেকে চামড়ার দ্রব্য রফতানি, দক্ষ মানবসম্পদ ও স্বচ্ছতায় জোর, পরিকাঠামো ইত্যাদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আরও মজবুত করতেই বৈঠক হওয়ার কথা৷ মাঝারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বৈঠকে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ