Advertisement
Advertisement

আফ্রিকায় NIA অভিযান! জালে সংঘকর্মী খুনে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার

দুষ্কৃতীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Accused Of Murdering RSS Worker Arrested by NIA
Published by: Kishore Ghosh
  • Posted:March 2, 2024 4:34 pm
  • Updated:March 2, 2024 4:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) এক কর্মীকে খুনে অভিযুক্ত ছিলেন কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ গউস নিয়াজি (Mohammed Gaus Niyazi)। পলাতক ওই দুষ্কৃতীকে ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা করা হয়েছিল এনআইএ-র (NIA) তরফে। শেষ পর্যন্ত আফ্রিকা থেকে নিয়াজিকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । শুরু গিয়েছে দুষ্কৃতীকে ভারতে ফেরানোর প্রক্রিয়াও।

নিয়াজি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইয়ের অন্যতম শীর্ষনেতা। ২০১৬ সালে বেঙ্গালুরুতে খুন হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম সদস্য রুদ্রেশ। ওই ঘটনার পরে ভারত ছেড়ে একাধিক দেশে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত পিএফআই নেতা। শুরুতে গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (এটিএস) নিয়াজির গতিবিধির উপর নজর রাখছিল। পরবর্তীকালে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অভিযুক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিয়েছিল এটিএস। সাম্প্রতি দক্ষিণ আফ্রিকা প্রশাসনকে সতর্ক করা হয়েছিল দুষ্কৃতীর গতিবিধির বিষয়ে। শেষ পর্যন্ত সেখানেই এএনআইয়ের জালে ধরা পড়ল নিয়াজি।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো ভিডিও পোস্ট করে অপপ্রচার! খাড়গেকে ক্ষমা চাইতে বললেন ‘অপমানিত’ গড়করি

এএনআই সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারির পর গ্যাংস্টারকে ভারতে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। নিয়াজিকে মুম্বইয়ে আনা হবে। সেখানেই আরএসএস নেতার হত্যায় জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হবেন অভিযুক্ত।

 

[আরও পড়ুন: এলেন, ইডলি খেলেন, বোম রেখে চলে গেলেন! বেঙ্গালুরুর বিস্ফোরণকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ