Advertisement
Advertisement

Breaking News

Afghan mother

Afghanistan Crisis: মাঝ আকাশে প্রসব বেদনা, বিমানেই সন্তানের জন্ম দিলেন আফগান তরুণী

ভারতে আসা আফগানদের পোলিও প্রতিষেধক খাওয়ানোর সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রকের।

Afghan Woman Gives Birth To Baby Girl On US Military Plane In Germany। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 22, 2021 9:51 pm
  • Updated:August 23, 2021 7:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান তখন মাঝ আকাশে। প্রসব বেদনা উঠল অন্তঃস্বত্ত্বা (Pregnant) আফগান (Afghanistan) মহিলার। শেষ পর্যন্ত বিমানের মধ্যেই তিনি জন্ম দিলেন সন্তানের। রবিবার তালিবানের দাপটে দেশ ছাড়া আফগান নাগরিকদের নিয়ে এক মার্কিন (US) বিমান জার্মানি যাচ্ছিল। সেই বিমানেই মাতৃত্বের স্বাদ পেলেন ওই মহিলা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

ঠিক কী ঘটেছিল? বিমানটি যাচ্ছিল জার্মানির উদ্দেশে। তখনই প্রসব বেদনা শুরু হয় ওই মহিলার। বিমানের কমান্ডার তখনই সিদ্ধান্ত নেন বিমানকে দ্রুত নিচের দিকে নামাতে হবে। কেননা বেশি উঁচুতে প্রাণ সংশয়ও হতে পারে ওই মহিলার। এরপর বিমানটি জার্মানি পৌঁছে গেলে মার্কিন সেনার মেডিক্যাল টিমের সহায়তায় ভূমিষ্ঠ হয় শিশুটি। পরে ওই মহিলা ও তাঁর সন্তানকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিরা যেন ছাত্রীদের ঠিকানা না পায়, সমস্ত রেকর্ড পোড়ালেন আফগানিস্তানের একমাত্র মেয়েদের স্কুলের প্রতিষ্ঠাতা]

প্রসঙ্গত, তালিবানরা (Taliban) নতুন আফগানিস্তানকে কবজায় আনার সময়ে থেকেই আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেন বহু আফগান নাগরিক। এখনও পর্যন্ত ১৭ হাজার মানুষকে তাদের বিমানে কাবুল ছাড়ার বন্দোবস্ত করে দিয়েছে মার্কিন সেনা। তাঁদের মধ্যে আড়াই হাজার মার্কিন নাগরিকও রয়েছেন। কেবল আমেরিকাই নয়, বহু দেশই তাদের নাগরিকদের সঙ্গে বিপণ্ণ আফগানদেরও সেখান থেকে বের করে নিয়ে আসতে পদক্ষেপ করেছে। সেই তালিকায় রয়েছে ভারতও।

Advertisement

রবিবারও এক বিশেষ বিমানে গাজিয়াবাদে পৌঁছেছেন ১৬৮ জন যাত্রী। এর মধ্যে ১০৭ জন ভারতীয়। বাকিরা আফগান নাগরিক। এদিকে যাঁরা আফগানিস্তান থেকে ভারতে আসছেন তাঁদের সকলকেই প্রথমে পোলিও (Polio) প্রতিষেধক খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। রবিবার এই টিকাকরণ কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আসলে পোলিওমুক্ত ভারতে কোনও আফগানের শরীর থেকে পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাকে নির্মূল করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

[আরও পড়ুন: তালিবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত ৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ