Advertisement
Advertisement

Breaking News

ছয় বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মালালা৷

After 6 yrs Malala Yousafzai arrives in Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 29, 2018 12:33 pm
  • Updated:July 15, 2019 3:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছয় বছর বিদেশে কাটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন মালাল ইউসুফজাই৷ বুধবার রাত ১.৪১ মিনিটে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণ করে মালালার বিমান৷

[জিনস পরে হাঁটছেন মালালা! ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া]

Advertisement

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশে থাকাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসির সঙ্গে বৈঠক করবেন মালালা৷ শুধু তাই নয় পাক সেনাপ্রধান কামার বাজওয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবেন কনিষ্ঠতম নোবেলজয়ী৷ একই সঙ্গে ‘মিট দ্য মালালা‘ অনুষ্ঠানেও অংশ নেবেম তিনি৷ তবে কতদিন দেশে থাকবেন মালালা তা এখন জানা যায়নি৷ ইতিমধ্যে তাঁর সফর ঘিরে বাড়িয়ে তোলা হয়েছে নিরাপত্তা৷

Advertisement

উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবর মাসে মালালার উপর হামলা চালায় তালিবান জঙ্গিরা৷ তাঁর মাথায় গুলি করে ধর্মান্ধ জেহাদিরা৷ কারণ মেয়ে হয়ে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি৷ নারীশিক্ষা নাকি ইসলামে নিষিদ্ধ৷ এই দাবি করেই স্কুল থেকে ফেরার সময় তাঁকে গুলি করে হত্যা করার চেষ্টা করে তালিবান জঙ্গিরা৷ তবে সে যাত্রায় বেঁচে যান তিনি৷ হামলার পর তাঁকে পেশোয়ারের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপর আরও উন্নতমানের চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়৷ সুস্থ হওয়ার পর ওই বছরই পাকিস্তান ছেড়ে ইংল্যান্ড চলে যান তিনি৷

গুলি খেয়েও কাজ থামাননি মালালা৷ বিদেশের মাটি থেকেই মৌলবাদের বিরুদ্ধে ও নারীশিক্ষার পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি৷ ১৭ বছর বয়সে শিশুশিক্ষায় অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তাঁকে৷ তবে শুধু শিক্ষার প্রসারই নয়, পাকিস্তানে ঘটা নারকীয় ঘটনায় সরব হয়েছেন মামালা৷ ফলে তাঁকে পড়তে হয়েছে রোষের মুখে৷ ২০১৭ সালে সাংবাদিকতার ছাত্র মাশাল খানের হত্যা প্রসঙ্গে ভিডিও বার্তায় দেশবাসীদের কড়া বার্তা দেন তিনি৷ সাফ জানিয়ে দেন পাকিস্তানিরা নিজেরাই নিজেদের ছবি খারাপ করছে৷

[‘প্যাডম্যান’ দেখতে মুখিয়ে আছেন কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ