সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুমতাজের জন্য শাহজাহানের তাজমহল তৈরির কথা তিনি জানেন কিনা সন্দেহ৷ কিন্তু ভালবাসার জন্য ভারতীয় শাহেনশা যে কীর্তি রেখেছিলেন তা থেকে কম যায় আর্জেন্টিনার পেদ্রো মার্টিন ইউরেতা৷ মৃত স্ত্রীর জন্য তৈরি করেছেন ভালোবাসার এক আশ্চর্য বাগান৷ সাত হাজার দেবদারু ও ইউক্যালিপ্টাস গাছ দিয়ে তৈরি এই বাগানের আকৃতি গিটারের মতো৷
সাতের দশকের এই প্রেমকাহিনীর নায়িকা গ্রাসিলা৷ প্রথম দেখাতেই যার প্রেমে পড়ে গিয়েছিলেন পেদ্রো৷ সব ঠিক ছিল৷ কিন্তু, ৭৭ সালে পেদ্রোর পঞ্চম সন্তানের জন্ম দিতে গিয়ে সেরিব্রাল স্ট্রোক হয়ে মৃত্যু হয় গ্রাসিয়ার৷ তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫৷ গ্রাসিয়ার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন পেদ্রো৷ জীবন যেন শেষ হয়ে গিয়েছিল তাঁর কাছে৷ হঠাৎ তাঁর মনে পড়ে গ্রাসিয়ার এক সুপ্ত ইচ্ছার কথা৷ নিজের প্রিয় বাদ্যযন্ত্র গিটারের আকৃতির এক বাগান তৈরি করতে চেয়েছিলেন গ্রাসিয়া৷
মনে পড়তেই যেন বাঁচার নতুন কারণ খুঁজে পান পেদ্রো৷ ১৯৭৯ সালে নিজের জমিতে শুরু করে দেন বাগান তৈরির কাজ৷ এ কাজে তাঁকে সাহায্য করেন ছেলেমেয়েরাও৷ সবাই মিলে তিলে তিলে তৈরি করেন ভালবাসার এই বাগান, শুধুমাত্র গ্রাসিয়ার জন্য৷ পেদ্রোর বিশ্বাস, স্বর্গ থেকে এই বাগান দেখে গ্রাসিয়া অবশ্যই খুশি হবে৷ তা তিনি খুশি হয়েছেন কি না জানা নেই, তবে তাঁর এই আশ্চর্য বাগান দেখে পৃথিবীর মানুষ যে খুশি হয়েছে, তা বালই বাহুল্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.