Advertisement
Advertisement

Breaking News

মার্কিন মুলুকে ফের খুন ভারতীয়, অসন্তোষ প্রকাশ সুষমার

জানিয়েছেন, মৃতের পরিবারের পাশেই রয়েছে ভারতীয় দূতাবাস।

Again an Indian man shot dead by armed robbers in USA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2017 6:55 am
  • Updated:December 16, 2019 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ফের গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক। এবার ঘটনাস্থল ওয়াশিংটনের ইয়াকিমা শহর। জানা গিয়েছে, গত ৬ এপ্রিল স্থানীয় একটি গ্যাস স্টেশনের কর্মী বিক্রম জারিয়াল নামে পাঞ্জাবের বাসিন্দাকে গুলি করে দুই অজ্ঞাতপরিচয় যুবক । তবে জাতিবিদ্বেষ নয়, ডাকাতির উদ্দ্যেশে এসেই গুলি চালায় ওই দু’জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান ২৬ বছর বয়সী বিক্রম।

[‘ধর্মীয় স্থান বা স্কুল-কলেজের সামনে মদের দোকান কখনওই নয়’]

জানা গিয়েছে, এদিন ‘এএম-পিএম’ নামক গ্যাস স্টেশনে কর্তব্যরত ছিল বিক্রম। তখনই সেখানে আসে মুখোশধারী দুই আততায়ী। এরপরেই বিক্রমকে বন্দুক দেখিয়ে টাকা লুঠ করে অভিযুক্তরা। আর যাওয়ার সময় দুষ্কৃতীদেরই একজন বিক্রমকে গুলি করে। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, ‘আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ওই ভারতীয়কে। ঠিক কী ঘটেছিল, পুরোটাই পুলিশের আধিকারিকদের জানান তিনি। কিন্তু এর কিছু পরেই মারা যান।’ গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই দুষ্কৃতীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

[কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা]

এদিকে, মৃতের দাদা জানান, ২৫ দিন আগেই পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা বিক্রম আমেরিকা গিয়েছিলেন। কাজ পেয়েছিলেন পারিবারিক বন্ধুর গ্যাস স্টেশনে। আমেরিকায় যাওয়ার কয়েকদিনের মধ্যে এই ঘটনা ঘটায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে, ইয়াকিমা পুলিশের এক আধিকারিক বলেন, ‘আমরা সমস্ত তথ্য খুঁটিয়ে দেখছি। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে। কেউ না কেউ কিছু জানেন। কেউ নিশ্চয়ই রয়েছেন যারা ওই আততায়ীদের চেনেন। দু’জনেই মুখোশ পরেছিল।’

Advertisement

[লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট, ১০ উইকেটে জয়ী কেকেআর]

অপরদিকে, ঘটনাটি ‘দুঃখজনক’ অ্যাখ্যা দিয়ে তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় দূতাবাসকে নির্দেশও দেন। পরে টুইট করে বলেন, ‘ভারতীয় বিক্রম জারিয়ালের মৃত্যু খুবই দুঃখজনক। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটা ঘটনাটির রিপোর্ট হাতে পেয়েছি। ভারতীয় দূতাবাস সান ফ্রান্সিসকোতে মৃতের পরিবারের পাশে রয়েছে এবং সবরকমভাবে সাহায্য করছে। পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত ঠিকমতো এগোচ্ছে কিনা সেই নিয়েও আলোচনা করছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ