সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে এর আগে অনেক কিছু তৈরি হয়েছে৷ তা বলে আস্ত একটা বিমান কি তৈরি হতে পারে? ভাবনাটা ছিল প্রযুক্তিবিদদের মনে৷অবশেষে বাস্তব হল ‘থ্রি-ডি প্রিন্টেড’ বিমানও৷ বিশেষ এই বিমানটির নাম দেওয়া হয়েছে ‘থর’৷
আকারে, প্রকৃতিতে কেমন এ বিমান? লম্বায় ১৩ ফুটের একটু কম৷ ওজন ২১ কিলোগ্রাম৷ এ বিমানে কোনও জানলা নেই৷ বার্লিনে আন্তর্জাতিক এরোস্পেস প্রদর্শনীতে দেখা মিলল এই বিশেষ মডেলের বিমানটির৷ এভিয়েশন বা উড়ান ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তারই একটি নমুনা মিলল এই থ্রি-ডি প্রিন্টেড বিমানে৷ এটি তো মডেল মাত্র৷ যাত্রী পরিষেবা দেওয়ার মতো একটি বিমান এভাবে তৈরি করা যায় কি না, চলছে সে ভাবনাও৷ ‘থর’ তৈরির দায়িত্ব ছিল যাঁদের উপর, তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই৷ থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিকে কতখানি জনমুখী করে তোলা যায়, তারই পরীক্ষা করতে এই মডেল বিমানটি তৈরি করা হয়েছে বলেও জানান তাঁরা৷ প্রধান প্রযুক্তিবিদ গুন্নার হাসি সে ইঙ্গিত দিয়েই জানান, এই প্রযুক্তি সফল হলে এভিয়েশনের ছবিটাই ভবিষ্যতে বদলে যাবে৷ থরের উড়ানের আয়োজন তিনিই করেছিলেন৷ এবং, এ কাজের সাফল্যে তিনি সন্তুষ্ট৷ তাই আগামিদিনে এর সফল উড়ান নিয়েও তিনি আশাবাদী৷
থরের ভবিষ্যৎ কী হবে, তার জন্য এখনও বেশ খানিকটা সময়ের অপেক্ষা৷ তবে প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্র ছিল থর-ই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.