সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই মহিলাদের বিশ্বকাপের (World Cup) বল গড়াবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। তার আগে রক্ত ঝরল সে দেশে। অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। পালটা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে প্রাণ হারায় সেই বন্দুকধারাীও। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বলে খবর।
আজ বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ ফুটবল। প্রথম ম্যাচে নরওয়ের সামনে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে ২০ আগস্ট। ফাইনাল অবশ্য হবে সিডনিতে। মহিলাদের বিশ্বকাপ ফুটবল হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বন্দুকধারীর গুলিতে প্রাণহানির ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলতে নারাজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি এও জানান, এই ঘটনাটি মহিলাদের বিশ্বকাপকে কোনও ভাবেই প্রভাবিত করবে না। আতঙ্কের ছায়া পড়বে না মেগা ফুটবল টুর্নামেন্টে। নির্দিষ্ট সময়ে এবং সূচি মেনেই বিশ্বকাপ হবে।
অকল্যান্ডের নির্মীয়মান একটি বাড়ির ভিতর থেকে এক অজ্ঞতপরিচয় ব্যক্তি গুলি চালায়। গুলির শব্দ শোনামাত্রই পুলিশ পালটা গুলি চালায়। ওই নির্মীয়মান বাড়িটি থেকে বন্দুকধারীর নিথর দেহ উদ্ধার করা হয়। তবে সেই বন্দুকধারীর পরিচয় জানায়নি পুলিশ। সেই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল, তাও অজ্ঞাতই রেখেছে পুলিশ।
এদিকে হিপকিন্স বলেন, ”সরকার ফিফার আয়োজকদের সঙ্গে কথা বলেছে। টুর্নামেন্ট চলবে। নিউজিল্যান্ডবাসীর নিরাপত্তা, অতিথিদের নিরাপত্তা সবার আগে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.