সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীতানুষ্ঠানের আনন্দ নিমেষেই বদলে গেল শোকের আবহে। আমেরিকার সংগীত উৎসবে (Music Festival) ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৮ জন। আহত হয়ে আরও বেশ কয়েকজন ভরতি হাসপাতালে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে এখনও নির্দিষ্টভাবে প্রশাসন কিছু জানাতে পারেনি। তবে প্রাথমিক ধারণা, প্রচুর ভিড়ের মাঝেই এই বিপত্তি ঘটেছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
At least 8 dead, several injured at US music festival, reports AFP News Agency quoting authorities
— ANI (@ANI) November 6, 2021
হিউস্টনের (Houston) ট্রাভিস স্কটস অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যাল চলছিল স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা নাগাদ। করোনা আবহ পেরিয়ে সপ্তাহান্তে মিউজিক ফেস্টে শামিল হয়েছিলেন অনেকে। সেখানে গানের সুর আচমকাই কেটে দিল বড়সড় দুর্ঘটনা। ভিড়ের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনুষ্ঠানের মধ্যেই ৮ জনের প্রাণহানি ঘটে যায়। অন্তত ৩০০ জনকে হাসপাতালে ভরতি করাতে হয়। তাঁদের মধ্যে অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বেশিরভাগেরই শরীরে চোট-আঘাত রয়েছে। এঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
[আরও পড়ুন: এবার ত্রাণকার্যেও মহিলাদের উপর নিষেধাজ্ঞা জারি করল তালিবান]
হ্যারিস কাউন্টির স্থানীয় জনপ্রতিনিধি লিনা হিডালগো জানাচ্ছেন, অনুষ্ঠানটিতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল। এই দুর্ঘটনাকে ‘মারাত্মক বেদনাদায়ক’ ঘটনা বলে চিহ্নিত করেছেন। তাঁর কথায়, ”সবাই সপ্তাহান্তে নিজেদের হালকা করতে, ভাল সময় কাটাতে গিয়েছিলেন মিউজিক ফেস্টিভ্যালে। কিন্তু তা করতে গিয়ে যা ঘটল, তা হৃদয়বিদারক। আমরা অত্যন্ত ব্যথিত। এত বড় দুর্ঘটনা ঘটে যাবে, কল্পনাও করিনি কেউ।”
[আরও পড়ুন: তাইওয়ানের স্বাধীনতার কথা বললেই অপরাধী তকমা, রাজনীতিবিদদের হুমকি চিনের]
হিউস্টন দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনার অনুমান, ঘটনার গতিপ্রকৃতি দেখে মনে হয়, গান শুরু হওয়ার পর মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকে। সকলেই গায়কদের কাছাকাছি আসার চেষ্টা করেন। সেখানেই দুর্ঘটনা ঘটে। ভিড়ের চাপে কেউ অসুস্থ হয়ে পড়েন, কেউ চাপ সামলাতে না পেরে সেখানেই পড়ে প্রাণ হারান। আনন্দের মুহূর্তে এত বড় দুর্ঘটনা হিউস্টনের ইতিহাসে বিরলতম বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।