Advertisement
Advertisement

বাংলাদেশে কুপিয়ে খুন চিকিৎসককে, দায় স্বীকার আইএসের

নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হল এক জনপ্রিয় হোমিওপ্যাথি চিকিৎসককে৷ নিহত চিকিৎসক সানাউর রহমানের বাড়ি কুষ্ঠিয়ায়৷

Bangladesh Attackers Kill Doctor, Wound Professor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 1:09 pm
  • Updated:May 21, 2016 1:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তমনা ব্লগার, বৌদ্ধ সন্ন্যাসীদের পর ফের রক্ত ঝড়ল বাংলাদেশে৷  এবার দুষ্কৃতীদের নিশানায় চিকিৎসক৷ নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হল এক জনপ্রিয় হোমিওপ্যাথি চিকিৎসককে৷ নিহত চিকিৎসক সানাউর রহমানের বাড়ি কুষ্ঠিয়ায়৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন বছর আটান্নর সানাউর রহমান৷ তাঁর সঙ্গে ছিলেন বন্ধু কুষ্ঠিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সইফ উজ জামান৷ সেই সময় তাঁদের পথ আটকে দাঁড়ায় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক৷ বাইকে ছিল তিন সশস্ত্র যুবক৷ প্রত্যেকেরই মুখ কালো কাপড়ে ঢাকা ছিল৷ কিছু বুঝে ওঠার আগেই তারা চিকিৎসক এবং তাঁর বন্ধুকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাতে থাকে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সানাউর রহমান৷ আহত অধ্যাপক সইফকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ঢাকায়৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এই হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা৷ খ্রিস্টান ধর্মপ্রচারের অভিযোগে ওই হোমিওপ্যাথি চিকিৎসককে তারা হত্যা করেছে বলে জানিয়েছে আইএস৷ যদিও আইএসের দাবি অস্বীকার করে কুষ্ঠিয়ার পুলিশ সুপার প্রলয় চিশম জানিয়েছে, এই হত্যার পিছনে পারিবারিক কোন গন্ডগোল আছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ