Advertisement
Advertisement

Breaking News

Xi Jinping

‘বিশ্বাসঘাতক একনায়ক’, পার্টি কংগ্রেসের আগেই জিনপিংয়ের নামে ব্যানার বেজিংয়ের রাজপথে

আরেক ব্যানারের দাবি, 'কোভিড পরীক্ষা চাই না, চাই খাবার।'

Banners seeking Xi Jinping ouster surface ahead of CCP meet। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 13, 2022 8:47 pm
  • Updated:October 13, 2022 8:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রটে গিয়েছিল তিনি নাকি গৃহবন্দি হয়েছিলেন। যদিও পরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেখা দিয়েছিলেন চিনা (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। কিন্তু ২০তম কংগ্রেসে রাষ্ট্রপ্রধান হিসেবে পুনর্নিবাচনের আগে যে জিনপিং চাপে রয়েছেন তা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেজিংয়ের রাজপথে শোভা পাচ্ছে ‘বিশ্বাসঘাতক একনায়ক’ লেখা ব্যানার। পরে জিনপিংয়ের রক্তচক্ষুর ধাক্কায় সরিয়ে নেওয়া হয় সেই ব্যানার।

স্টিফেন ম্যাকডনেল নামের এক সাংবাদিক একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখা যাচ্ছে, বেজিংয়ের থার্ড রিং রোড ব্রিজে ঝুলছে ওই ব্যানার। পাশে আগুনও জ্বলতে দেখা যাচ্ছে। ঠিক কী লেখা হয়েছে ওই ব্যানারে? সেখানে লকডাউনের সমাপ্তি চেয়ে রাষ্ট্রক্ষমতায় বৈপ্লবিক পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, ‘আমরা ক্রীতদাস হতে চাই না। ভোট দিতে চাই।’ আরেকটি ব্যানারে লেখা রয়েছে, ‘আমরা কোভিড পরীক্ষা চাই না, চাই খাবার। লকডাউন চাই না, চাই স্বাধীনতা।’

Advertisement

[আরও পড়ুন: ‘দেখো দেখো শের আয়া’, হিমাচল প্রদেশে মোদির আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, ভিডিও ভাইরাল]

কোনও কোনও বিশেষজ্ঞদের অনুমান, পার্টি কংগ্রেসে আগে যতই নিজেকে শক্তিশালী হিসাবে তুলে ধরুন জিনপিং, তাঁকে চিনা কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরিয়েও দেওয়া হতে পারে। আবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে আরও ক্ষমতার অধিকারী হতে চলেছেন তিনি, এমন গুঞ্জনও রয়েছে। ঠিক কী আছে জিনপিংয়ের ভাগ্যে, তা সময় বলবে। কিন্তু তাঁর ‘কোভিড নিয়ন্ত্রণ’ নীতি তাঁর জনপ্রিয়তার আরও পরিপন্থী হয়ে উঠেছে, এমন ধারণা ক্রমেই জোরাল হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু মরিয়া জিনপিং প্রশাসন। কংগ্রেসের আগে যাতে কোনও ভাবেই দেশের করোনা সংক্রমণ ফের মাথাচাড়া না দিতে পারে, তা নিশ্চিত করতে ফের কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংহাইয়ের মতো শহরে নতুন করে লকডাউনের ঘোষণাও করেছে চিনা সরকার। কিন্তু এই ধরনের পদক্ষেপে যে জনমানসে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা নতুন করে পরিষ্কার করে দিল ব্যানারগুলি। পরে তা সরিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই তুঙ্গে জল্পনা।

[আরও পড়ুন: মেয়েকে ‘ভূতে ধরেছে’ সন্দেহে কালো জাদুর চর্চা বাবার! গুজরাটে মৃত্যু কিশোরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ