সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে শাহরুখ খানকে কাজলের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছেল, ‘বরি বরি দেশো ম্যায় অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায় সেনোরিটা৷’ রাহুলরূপী শাহরুখের এই ডায়লগ মার্কিন যুক্তরাষ্ট্রের দোর্দণ্ডপ্রতাপ প্রেসিডেন্ট বারাক ওবামা শুনেছিলেন কি না জানা যায়নি৷ তবে খানিক একই টোনে জাপানি মিডিয়ার সামনে নিজের বক্তব্য রাখেন ওবামা৷ জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওবামা হিরোশিমা কাণ্ডে ক্ষমা চাইতে অস্বীকার করেন৷
চলতি সপ্তাহতেই ঐতিহাসিক সফরে জাপানের শহর হিরোশিমায় যাওয়ার কথা বারাক ওবামার৷ তার আগে জাপানি সরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন ওবামা৷ ১৯৪৫ সালে ৬ অগস্ট দুই জাপানি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে বি-২৯ বোমারু বিমান থেকে ‘লিটল বয়’ এবং ‘ফ্যাট ম্যান’ নামে দু’টি পরমাণু বোমা ফেলে আমেরিকা। যে প্রকল্পে ওই পরমাণু বোমার জন্ম হয়েছিল, তার নাম ছিল ‘ম্যানহাটন প্রজেক্ট।’ বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে হয় এই প্রজেক্ট। এই হামলায় শুধু হিরোশিমাতেই প্রাণ হারান দেড় লক্ষাধিক মানুষ, নাগাসাকিতে মারা যান ৭৪ হাজার মানুষ৷ ওবামাকে জিজ্ঞাসা করা হয় পরমাণু হামলার জন্য জাপানবাসীর কাছে ক্ষমা চাইবেন কিনা তিনি৷ যুদ্ধের সময় রাষ্ট্রপ্রধানদের অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়৷ সিদ্ধান্তগুলি ভাল না খারাপ তা বিচার করার দায়িত্ব ঐতিহাসিকদের রাষ্ট্রপ্রধানদের নয়, সপ্রভিত উত্তর ওবামার৷ ওবামার সাক্ষাৎকারের পর আবার বিতর্ক শুরু হয়েছে সারা বিশ্বে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.