Advertisement
Advertisement
Sydney

‘খুন হতে পারতাম’, সিডনির মলে ছুরির কোপ-গুলিবৃষ্টি থেকে প্রাণে বেঁচেও আতঙ্কে বাঙালি দম্পতি

কীভাবে রক্ষা পেলেন ওই দম্পতি?

Bengali couple shares experience on shooting and stabbing in Sydney Mall

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2024 1:01 pm
  • Updated:April 14, 2024 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলোপাথাড়ি গুলি চালাচ্ছে উন্মত্ত যুবক। লাগাতার ছুরির কোপও বসাচ্ছে। চোখের সামনে লুটিয়ে পড়ছেন সকলে। সিডনির (Sydney) এক শপিংমলে হামলার অভিজ্ঞতা জানালেন কোনওক্রমে বেঁচে ফিরেছেন বাঙালি দম্পতি। তাঁদের কথায়, বাক্সের আড়ালে লুকিয়ে রক্ষা পেয়েছেন তাঁরা।

গত শনিবার সিডনির ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে গিয়েছিলেন সই ঘোষাল ও তাঁর স্বামী দেবাশিস চক্রবর্তী। সেই সময়েই আচমকা হামলা শুরু হয় শপিং মলে। প্রথমে যদিও হামলা হয়েছে বলে বুঝতে পারেননি তাঁরা। ভেবেছিলেন হয়তো মলে আগুন লেগেছে। সই জানান, “ভয়ানকের চেয়েও বেশি কিছু হয়েছে। বারবার মনে হচ্ছে, আমরাও খুন হয়ে যেতে পারি। কোনওমতে একটা স্টোর রুমে ঢুকে বাক্সের আড়ালে ঢুকে পড়েছিল প্রাণ বাঁচাতে।”

Advertisement

[আরও পড়ুন: স্লিপার সেল, রাঁচিতেও আইএস মডিউলের হদিশ! কাঁথিতে ধৃত জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য]

সবমিলিয়ে প্রায় ২০-২৫ জন ওই স্টোররুমে লুকিয়ে পড়েছিলেন। সেখানেই ছিলেন এক বৃদ্ধা। কিন্তু বাক্সের আড়ালে লুকোতে পারেননি তাঁর স্বামী। প্রাণভয়ে চিৎকার করছিলেন ওই মহিলা। তবে ওই বাক্সের আড়াল থেকেই ফোন করে পুলিশকে জানান সই। কিভাবে গোটা মল জুড়ে তাণ্ডব চালাচ্ছে বন্দুকবাজ, বিস্তারিত জানান পুলিশকে। শেষ পর্যন্ত মলের পিছনদিকের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় সইদের। তবে ঘটনার পর বেশ অনেকটা সময় কেটে গেলেও এখনও আতঙ্কে বাঙালি দম্পতি।

Advertisement

উল্লেখ্য, শনিবার দুপুরে ব্যস্ত সময়ে বন্ডির শপিং মলটিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেসময়ই এক যুবক ছুরি বের এলোপাথাড়ি কোপাতে থাকে মানুষজনদের। ভয়ংকর এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। আহত বহু। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে মলে হামলা হয়েছে, সেই নিয়ে এখনও অন্ধকারে পুলিশ।

[আরও পড়ুন: ইরানের ড্রোন রুখে দিচ্ছে ইজরায়েলের ‘লৌহবর্ম’, কী এই ‘আয়রন ডোম’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ