Advertisement
Advertisement

অধ্যাপককে খুন করে আত্মঘাতী বাঙালি গবেষক

বুধবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় এক অধ্যাপককে হত্যা করে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল এক বন্দুকবাজ৷ ২৪ ঘন্টার মধ্যে তার পরিচয় প্রকাশ করল লস অ্যাঞ্জেলেস পুলিশ৷ ওই আততায়ীর নাম মৈনাক সরকার৷ তিনি আইআইটি খড়গপুরের প্রাক্তনী৷

Bengali Scientist kills professor and commit suicide
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 10:02 am
  • Updated:June 3, 2016 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় এক অধ্যাপককে হত্যা করে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল এক বন্দুকবাজ৷ ২৪ ঘন্টার মধ্যে তার পরিচয় প্রকাশ করল লস অ্যাঞ্জেলেস পুলিশ৷ ওই আততায়ীর নাম মৈনাক সরকার৷ তিনি আইআইটি খড়গপুরের প্রাক্তনী৷
গতকাল গুলিচালনার জেরে দু’ঘন্টা ক্যাম্পাস বন্ধ ছিল৷ পরে পুলিশ জানায়, আততায়ী মৈনাক ও ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক উইলিয়াম ক্লুগ নিহত হয়েছেন৷ মৈনাক ছিলেন অধ্যাপক ক্লুগেরই প্রাক্তন ছাত্র৷ মৈনাকের অভিযোগ ছিল, তাঁর কম্পিউটারের কোড চুরি করে অন্য কারও কাছে পাচার করেছেন অধ্যাপক ক্লুগ৷ এই নিয়ে বুধবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের একটি ছোট অফিস ঘরে দু’জনের মধ্যে বচসা হয়৷ অধ্যাপককে হত্যা করে মৈনাক আত্মঘাতী হন৷ দুর্গাপুরের সেন্ট মাইকেল স্কুলের ছাত্র ছিলেন মৈনাক৷
তিনি ২০০০-২০০১, এই দু’বছর তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসে কাজ করেছেন৷ বেঙ্গালুরুতে থাকতেন মৈনাক৷ এরপর তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসে সহ-গবেষক হিসাবে পড়তে চলে যান৷ ২০০৫ সালে মৈনাক অ্যারোনটিক্সে স্নাতক হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে৷ এরপর চলে আসেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করতে৷ অধ্যাপক ক্লুগের অধীনে মৈনাক গবেষণা করেছিলেন৷ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অ্যারোনটিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন ক্লুগ৷
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ক্লুগকে উদ্দেশ্য করে কটূক্তি করে আসছিলেন মৈনাক৷ গত দশ মার্চ তিনি লেখেন, “ক্লুগের আচরণ মোটেও অধ্যাপকের মতো নয়৷ তিনি অসুস্থ মানসিকতার৷ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আসা প্রতিটি ছাত্রছাত্রীকে তাঁর বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করছি৷ তিনি আমাকে হতাশ করেছেন৷ কেউ সামনে থেকে শত্রুতা করলে বোঝা যায়৷ কিন্তু বন্ধুবেশী শত্রু অনেক বেশি ক্ষতি করতে পারে৷ যাকে বিশ্বাস করছ, তার সম্পর্কে সতর্ক থেকো৷” ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ৷
গুলিচালনার জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ইউনিভার্সিটির পঠনপাঠন৷ প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ক্যাম্পাসে৷ চলে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারাও৷ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ৪৩ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন৷ বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয়েছে৷ ছাত্রছাত্রীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা ছিল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement