BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের আকাশে ডানা মেলতে চলেছে ‘অভিশপ্ত’ বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান

Published by: Monishankar Choudhury |    Posted: May 18, 2019 2:44 pm|    Updated: May 18, 2019 2:47 pm

Boeing completes 737 Max plane software upgrade

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আকাশে ডানা মেলতে চলেছে ‘অভিশপ্ত’ বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান। দুর্ঘটনা রোধে বোয়িং বিমানের ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যারের আপডেট সম্পূর্ণ হয়েছে। তবে চূড়ান্ত শংসাপত্র পাওয়ার পরেই ফের আকাশে উড়বে বিমানটি। বিবৃতি দিয়ে জানাল মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িং।

[আরও পড়ুন: ট্রাম্পের নতুন নীতি, গ্রিন কার্ডের বদলে এবার মেধার ভিত্তিতে ভিসা]

গত ১০ মার্চ ভেঙে পড়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমান। তার আগে গত বছরের ২৯ অক্টোবর দুর্ঘটনার কবলে পড়ে লায়ন এয়ারের একটি বোয়িং ৭৩৭ বিমান। দু’টি দুর্ঘটনায় সবমিলিয়ে প্রাণ হারান ৩৪৬ জন। তারপরই ‘অভিশপ্ত’ বিমানগুলির উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করে একাধিক দেশ। দুর্ঘটনার তদন্তে জানা যায়, দু’টি ক্ষেত্রেই মাটির দিকে মুখ ঝুঁকে পড়ে ম্যাক্স এইট বিমানগুলি। আপ্রাণ চেষ্টা করেও বিমানগুলি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন পাইলটরা। জানা যায়, ‘অটোমেটেড ম্যানুভরিং ক্যারেক্টাস্টিকস অগমেন্টেশন সিস্টেম’ বা এমসিএএস প্রযুক্তির ব্যর্থতাই বিমান গুলি ভেঙে পড়ার কারণ। বৃহস্পতিবার বোয়িংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট এবং সিইও ডেনিস মুলেনবার্গ সংবাদমাধ্যমকে জানান, “আমরা সব সময় সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এসেছি। সে কথা মাথায় রেখেই সমস্ত বিমানের সফটওয়্যার আপডেট করেছি আমরা।” এমসিএএস প্রযুক্তির এই সফটওয়্যার আপডেটের ফলে দুর্ঘটনা এড়ানো যাবে বলে জানিয়েছে বোয়িং। ডেনিস আরও জানিয়েছেন, সফটওয়্যার আপডেটের পর এ পর্যন্ত ২০৭টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানকে ৩৬০ ঘণ্টার বেশি উড়িয়ে পরীক্ষা করা হয়েছে।  

উল্লেখ্য, বোয়িং-এর এযাবৎ যত রকম বিমান তৈরি করেছে, তার মধ্যে এই ৭৩৭ বিমানেরই চাহিদা আর উৎপাদন সবচেয়ে বেশি। জোড়া ইঞ্জিন, কম খরচে পরিচালনা, আর ওজনে হালকা–এই তিন গুণের জন্যই বিশ্বের সমস্ত লো-কস্ট বিমান পরিবহণ সংস্থাগুলির পছন্দ এই ৭৩৭ বিমান। দুর্ঘটনাগ্রস্ত বিমান ৭৩৭ ম্যাক্স এইট ওই ৭৩৭ বিমানেরই আধু্‌নিক এবং চতুর্থ প্রজন্মের সংস্করণ। যাকে আপাতত অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত-সহ প্রায় দশটি দেশ। এদের মধ্যে রয়েছে ইথিওপিয়া, চিন, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো এবং ক্যারিবিয়ান বিমান সংস্থাগুলি।       

[আরও পড়ুন: এক সিরিঞ্জেই বহুজনকে ইঞ্জেকশন, পাকিস্তানে HIV আক্রান্ত চারশোরও বেশি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে