Advertisement
Advertisement
King Charles III

King Charles III: মায়ের আদর্শই পাথেয়, দেশবাসীকে ভালবেসে সেবার শপথ, ব্রিটেনের রাজসিংহাসনে বসলেন চার্লস

৭০ বছর পর ব্রিটিশ রাজপরিবারে নতুন যুগের সূচনা।

Charles III declared Britain's King with 'Darling Mama's inspiration | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 10, 2022 5:02 pm
  • Updated:September 10, 2022 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সাদা-কালো পোশাক, সামনে দপ্তরি কাগজপত্র, পাশেই মায়ের হাসিমুখ ছবি। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এভাবেই দেখা গেল ব্রিটেনের (UK) নতুন রাজা তৃতীয় চার্লসকে (Charles III)। একেবারে নতুন রূপে। মায়ের আদর্শকে পাথেয় করে পথচলা শুরু করলেন রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরী। শনিবার রাজপরিবারের নিয়ম মেনে রাজসিংহাসনে স্থলাভিষিক্ত করা হল। সেইসঙ্গে ৭০ বছরের এক যুগের অবসানে নতুন যুগের সূচনা হল। পাশাপাশি, চার্লসের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন ‘ডিউক অ্যান্ড ডাচেস অফ ওয়েলস’ হিসেবে আনুষ্ঠানিক পরিচয় পেলেন।

প্রস্তুতি সম্পন্নই ছিল। রানি এলিজাবেথের (Queen Elizabeth III) মৃত্যুতে শোকাচ্ছন্ন আবহেও কর্তব্যে কোনও খামতি নেই ব্রিটেনের কারও। এ যে পালাবদলের সময়। তা দ্রুত সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই হবে। সেইমতোই শনিবার সেন্ট জেমস প্যালেসে আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, প্রিন্স উইলিয়াম ও ভাবী লিজ ট্রাসের উপস্থিতিতে সমস্ত রীতিনীতি মেনে ব্রিটেনের রাজার দায়িত্ব নিলেন তৃতীয় চার্লস।

Advertisement

[আরও পডুন: রানির মৃত্যুতে ‘নোট বাতিল’ ব্রিটেনে, বদলাচ্ছে জাতীয় সংগীত, পতাকাও]

ঘড়িতে সময় তখন প্রায় বেলা ১১টা। রয়্যাল গান স্যালুট দেওয়া হয় তাঁকে। হাউস অফ কমনসে রাজার শপথ অনুষ্ঠানে হাজির রাজপরিবারের সকলে। তিনি উচ্চারণ করলেন মায়ের নাম। ‘ডার্লিং মামা’ স্বর্গত মাকে স্মরণ করে চার্লসের ঘোষণা, তিনি মায়ের মতোই ভালবাসা আর সততার উপর ভর করে দেশবাসীকে রক্ষার দায়িত্ব নিলেন। অবশ্য শনিবারই তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণে একথা বলেছিলেন।

Advertisement

[আরও পডুন: অপ্রয়োজনে অপারেশন করলে মিলবে না স্বাস্থ্যসাথীর সুবিধা, বিজ্ঞপ্তি স্বাস্থ্য দপ্তরের]

১৯৫২ সালে তিন বছর বয়সি চার্লসকে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ৭০ বছর পর তিনি হলেন রাজা, ৭৩ বছর বয়সে। আর দেশের রাজা হয়ে তাঁর মন্তব্য, ”নিজের কর্তব্য সম্পর্কে খুবই সতর্ক। মায়ের অনুপ্রেরণায় বিভিন্ন কাজ করার জন্য যত লড়তে হয়, লড়ব। রাজপরিবারের নিয়ম অনুসারে প্রিন্স উইলিয়ম (Prince William) ও কেটকে ‘ডিউক অ্যান্ড ডাচেস অফ ওয়েলস’ ঘোষণা করা হয়। পরবর্তী রাজা হবেন প্রিন্স উইলিয়ম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ