Advertisement
Advertisement

Breaking News

অন্যায়ের রাস্তা পছন্দ নয়, কোরান পাঠে শান্তির বাণী শোনাচ্ছেন ছোটা শাকিলের ছেলে

তাঁকে সাহায্য করেছে দাউদের মৌলানা পুত্র৷

Chhota Shakeel`s son embraced the spiritual path in Karachi, Pakistan
Published by: Tanujit Das
  • Posted:August 26, 2018 8:52 pm
  • Updated:August 26, 2018 8:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাব ছোটা শাকিল কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন৷ অপরাধের জগতে অবাধ আনাগোনা তাঁর৷ তবে বাবার পথে হাঁটলেন না তাঁর একমাত্র ছেলে মুবাশির শেখ৷ অন্যায়ের পথ ছেড়ে সমাজ গড়ার পথ বেছে নিলেন তিনি৷ পাপের রাস্তায় সমাজের ক্ষতি না করে, আধ্যাত্মিক পথে সমাজের মঙ্গল করার ব্রত নিলেন তিনি৷ বাবা ছোটা শাকিলের অন্যায় রাজত্ব থেকে সরে এসে, কোরানে শিক্ষক হলেন তিনি৷

[আমেরিকায় ফের শিখ হেনস্তা, বেধড়ক মারধর অকালি দলের শীর্ষ নেতাকে]

Advertisement

ডি-কোম্পানির সর্বেসর্বা তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল৷ দাউদের বিভিন্ন অন্যায় ও বেআইনি কাজের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে তার৷ এহেন ছোট শাকিলের ছেলে আধ্যাত্মিক পথ বেছে নেওয়ায় অবাক অনেকেই৷ জানা গিয়েছে, বাবার সঙ্গে করাচিতেই থাকেন তিনি। আঠারো বছরের মুবাশির ছোটা শাকিলের তৃতীয় এবং সবচেয়ে ছোট সন্তান। আরও দুই দিদি রয়েছে তাঁর৷ এত কম বয়সেই কোরানকে গুলে খেয়েছেন তিনি৷ মুখস্থ করে ফেলেছেন কমবেশি ৬২৩৬টি বাণী৷ ইসলাম ধর্মে এই ধরনের আদর্শবান ব্যক্তিকে ‘হাফিজ-ই-কোরান’ বলে উল্লেখ করা হয়৷ বর্তমানে বিভিন্ন স্থানে কোরানের পাঠ দিয়ে থাকেন তিনি৷

Advertisement

[‘দেশ ছাড়ার আগে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মালিয়া’]

উল্লেখ্য, বাবার পাপের রাস্তায় চলতে অনীহা দেখিয়েছেন দাউদের ছেলেও৷ সমাজের কল্যাণে মৌলানা হয়ে গিয়েছেন তিনিও। সূত্রের খবর, তাঁর সংস্পর্শে এসেই সুস্থ জীবনের রাস্তা ধরেছেন ছোট শাকিলের ছেলে মুবাশির শেখ। অন্ধকার জগতের পথ থেকে সরে এসেছেন তিনি৷ এমনকি বাবার সঙ্গে এক ছাদের তলায় থাকাতেও আপত্তি রয়েছে তাঁর। আশির দশক থেকে উত্থান শুরু হয় ছোটা শাকিলের। ধীরে ধীরে দাউদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তাঁর৷ ডি কোম্পানিতেও পাকাপাকি জায়গা দখল করে সে৷ ডাউদের আন্ডারওয়ার্ল্ড ব্যবসার অনেকটাই দেখাশোনার দায়িত্ব রয়েছে তাঁর উপরে৷। ১৯৮৮-তে একবার গ্রেপ্তার চারমাস পর জামিন পেয়ে যায় সে৷ পালিয়ে যায় করাচিতে৷ সেখান থেকে দাউদের সঙ্গে যৌথ ভাবে মদত দেয় মুম্বই বিস্ফোরণে৷ দাউদের মতোই এখনও তার খোঁজ চালাচ্ছেন ভারতের গোয়েন্দার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ