Advertisement
Advertisement

আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ চিন সাগরে অস্ত্র মোতায়েন বেজিংয়ের

দক্ষিণ চিন সাগরে সামরিক প্রস্তুতি শেষ করল বেজিং, আশঙ্কায় পেন্টাগন৷

China installs weapons systems on artificial islands in South China Sea
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 9:47 am
  • Updated:December 15, 2016 9:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও রাখঢাক নয়, একেবারে খোলাখুলি, প্রকাশ্যেই আমেরিকাকে যেন চ্যালেঞ্জ জানাল চিন! বিতর্কিত দক্ষিণ চিন সাগরে অস্ত্র মোতায়েন করছে বেজিং৷ দৈত্যাকৃতির অ্যান্টি-এয়ারক্রাফট গান, ক্লোজ ইন উইপন সিস্টেম বসছে কৃত্রিম দ্বীপে৷

বেজিংয়ের এই পদক্ষেপে কার্যত দিশাহারা আমেরিকা৷ পেন্টাগনের অভিযোগ, যুদ্ধের জন্য পা বাড়িয়েই রেখেছে চিন৷ শুধু প্রতিরক্ষার জন্য যে বিতর্কিত কৃত্রিম দ্বীপে ভারী অস্ত্র মোতায়েন করা হচ্ছে না সেটা স্পষ্টতই বুঝেছে পেন্টাগন৷ আর তাই ঘুম ছুটেছে মার্কিন প্রতিরক্ষা দফতরের৷ মাটি থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুর বিমানকে ধরাশায়ী করতে পারে এমন পেল্লাই কামান বসেছে দক্ষিণ চিন সাগরের উপর সাতটি দ্বীপেই৷

Advertisement

‘এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ’ বা এএমটিআইয়ের ডিরেক্টর গ্রেগ পোলিং কোনও রাখঢাক না রেখেই সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, ” এটা সামরিকীকরণ৷ চিন কিছুতেই দাবি করতে পারে না এত অস্ত্রশস্ত্র তারা কেবল প্রতিরক্ষার জন্য বরাদ্দ করেছে৷ যে যে অস্ত্র ওই দ্বীপগুলিতে মোতায়েন করা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে চিন ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে৷” কৃত্রিম মার্কিন উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, যুদ্ধবিমান, রণতরী থেকে ছোঁড়া ক্রুজ মিসাইলকেও রুখে দিতে পারবে চিনা প্রতিরক্ষা ব্যবস্থা৷ পাল্টা হামলা চালাতেও তৈরি সাংঘাতিক সব অস্ত্র৷ চিন যে চুপিচুপি ওই দ্বীপগুলিতে এসব অস্ত্র মজুত করেছে, এতদিন জানতেই পারেনি আমেরিকা৷ মাসের পর মাস গুপ্তচর লাগিয়ে শেষে অস্ত্র মোতায়েনের খবর জানতে পেরে ঘুম ছুটে গিয়েছে পেন্টাগনের৷

Advertisement

এএমটিআই জানাচ্ছে, বেজিং বরাবরই দাবি করে এসেছে দক্ষিণ চিন সাগরে তারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে ওই দ্বীপগুলিতে সর্বক্ষণ মোতায়েন রয়েছে ফাইটার জেট, অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল৷ প্রতিরক্ষা ব্যবস্থার গড়ে তোলার ছলে আস্ত একটি ‘সারফেস টু এয়ার মিসাইল’ প্ল্যাটফর্ম বা ‘এসএএম’ গড়ে ফেলেছে বেজিং৷ ভবিষ্যতে যে কোনও মুহূর্তে চিন হামলা চালাতে পারে বলেও চূড়ান্ত আশঙ্কায় পেন্টাগন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ