সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে রাস্তা তৈরি সরঞ্জাম নিয়ে চিনা সেনার অনুপ্রবেশের অভিযোগ খারিজ করল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, এরকম কোনও ঘটনা কথা জানা নেই। তাছাড়া অরুণাচল প্রদেশকে পৃথক রাজ্যের মর্যাদা দেয় না চিন।
[রাস্তা তৈরির সরঞ্জাম নিয়ে ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে পড়ল লালফৌজ]
বিষয়টি ঠিক কী? অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং প্রদেশের সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের দাবি, ডিসেম্বর মাসে শেষের দিকে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূ-খণ্ডে প্রায় ২০০ মিটার পর্যন্ত ঢুকে পড়েছিল লালফৌজ। তাদের সঙ্গে ছিল রাস্তা তৈরির সরঞ্জাম। স্থানীয় তুতিং মহকুমার বিসিং গ্রামের কাছে চিনা সেনাকে আটকান ভারতীয় জওয়ানরা। রাস্তা তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। বাধা পেয়ে, ফিরে যায় চিনা সেনারা। স্থানীয় প্রশাসন বা সেনার তরফে অবশ্য এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে অনুপ্রবেশের ঘটনা নিয়ে মুখ খুলেছে চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেগং সুয়াং বলেছেন, ‘প্রথমত, ভারত-চিন সীমান্ত নিয়ে বেজিংয়ের অবস্থান খুব স্পষ্ট। আমরা অরুণাচল প্রদেশের অস্তিত্বই স্বীকার করি না। দ্বিতীয়ত, এরকম কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’ তাঁর সংযোজন, দু’দেশের সাধারণ মানুষের স্বার্থেই ভারত-চিন সীমান্তে শান্তি বজায় রাখার প্রয়োজন।
[ভারতের মানচিত্রে নেই কাশ্মীর! চিনা গ্লোব ঘিরে বিতর্ক কানাডায়]
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চিনের বিবাদ দীর্ঘদিনের। উত্তর-পূর্ব ভারতে এই রাজ্যের একটি অংশকে নিজেদের বলে দাবি করে বেজিং। বস্তুত, যখনই ভারতের কেউ অরুণাচল প্রদেশ সফরে যান, তখনই প্রতিবাদ জানায় চিন। এমনকী, কয়েক মাস আগে খোদ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের সফরের সময়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছিল চিনা বিদেশমন্ত্রক। এর আগেও অরুণাচলপ্রদেশের ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ করেছিল চিনা সেনা। কিন্তু, উল্লেখ্যযোগ্য বিষয় হল, সেখানে শীতকালে এখনও পর্যন্ত কখনও চিনা অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।
[‘মা আমাকে দেখে খুশি’, কুলভূষণের ভুয়ো ভিডিওয় মুখরক্ষার চেষ্টা পাকিস্তানের]