Advertisement
Advertisement

Breaking News

China

যত রহস্য বেজিংয়ে! দুই মন্ত্রী উধাও, এবার আরও দুজনকে সরিয়ে দিল চিন

হচ্ছেটা কী জিনপিংয়ের মন্ত্রিসভায়?

China now removes Finance, Science and Technology ministers। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 25, 2023 11:51 am
  • Updated:October 25, 2023 11:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীকে অপসারণ করল চিন! আগেই উধাও হয়েছিলেন বেজিংয়ের প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী। কিন্তু সেই রহস্যের মধ্যেই কোনও কারণ ছাড়া আরও দুজন মন্ত্রীকে এবার সরিয়ে দিল জিনপিং প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

চিনের অর্থমন্ত্রী লিউ কুনকে সরিয়ে তাঁর স্থানে ল্যান ফোয়ানকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াং ঝিয়াংকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ইন হেজুনকে। কেন ওই দুই মন্ত্রীকে অপসারণ করা হল তা নিয়ে কিছুই জানানো হয়নি। সরিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকেও। এক্ষেত্রেও কোনও কারণ দেখানো হয়নি। গত ২ মাস কোনও পাত্তা ছিল না তাঁর। তবে তাঁর পরিবর্ত কে তা এখনও ঘোষিত হয়নি।

Advertisement

[আরও পড়ুন: একাধিক মামলার শুনানির দিনেই দুর্নীতিকাণ্ডে সাজা স্থগিত নওয়াজ শরিফের]

উল্লেখ্য, এখনও পর্যন্ত ‘নিখোঁজ’ চিনের (China) বিদেশমন্ত্রী কিং গ্যাং। তাঁকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। গত মাসে জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল এক্স প্ল্যাটফর্মে লিখেছিলেন, ”চিনা মন্ত্রিসভার আচরণ ক্রমেই আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসের মতো হয়ে উঠছে।” সেই রহস্য বজায় রেখেই এবার সরানো হল আরও দুই মন্ত্রীকে। এবং কোনও কারণ না দর্শিয়েই।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকা যাচ্ছেন চিনের বিদেশমন্ত্রী, গলবে কি সম্পর্কের বরফ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ