Advertisement
Advertisement

অপারেশন সিঁদুরের পর রাফালে নিয়ে ‘অপপ্রচার’ চালাচ্ছে চিন-পাকিস্তান! তোপ ফ্রান্সের

ফ্রান্সের শীর্ষকর্তারা দাবি করেছেন, রাফালে নিয়ে পাকিস্তানের দাবি সত্যি নয়।

China, Pakistan behind anti-Rafale jets campaign, France flags 'disinformation'
Published by: Subhajit Mandal
  • Posted:July 6, 2025 7:42 pm
  • Updated:July 6, 2025 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই রাফালে যুদ্ধনবিমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে চিন ও পাকিস্তান। ওই যুদ্ধবিমানের শক্তি এবং প্রযুক্তিগত সামর্থ্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এমনটাই দাবি ফ্রান্সের আধিকারিকদের।

Advertisement

রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের কর্তারা বলছেন, অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে গিয়ে রাফালে সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে চিন ও পাকিস্তান। ওই দেশগুলি যাতে রাফালে না কেনে সেটা নিশ্চিত করতে চাইছে ওই দুই দেশ। তাদের মূল উদ্দেশ্য, রাফালে যুদ্ধবিমানের ‘সুখ্যাতি’ নষ্ট করা। ফরাসি আধিকারিকরা জানাচ্ছেন, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেদিন থেকে দাবি করেছে যে তারা ভারতের একাধিক রাফালে জেট নামিয়েছে, তখন থেকেই ওই যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রাহকরা।

আসলে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। শুরুতে পাকিস্তানের সেই দাবি নিয়ে ভারত মুখ খোলেনি। তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নিয়েছেন, অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যার বিষয়টি এড়িয়ে গিয়ে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান জোর দেন, ত্রুটি খোঁজায়। সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার যে, ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমান খোয়াতে হয়েছে ভারতকে। অর্থাৎ পাক দাবি আংশিক হলেও সত্যি। এটা ভারতের জন্য যেমন ধাক্কা, তেমনই ধাক্কা ফ্রান্সের সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনেরও। সার্বিকভাবে ফরাসি প্রযুক্তিই প্রশ্নের মুখে।

ফ্রান্সের শীর্ষকর্তারা দাবি করেছেন, রাফালে নিয়ে পাকিস্তানের দাবি সত্যি নয়। রাফালে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে এই রাফালে ব্যবহৃত হয়েছে। অপারেশন সিঁদুরের অভাবনীয় সাফল্যের নেপথ্যেও হাত রয়েছে এই রাফালের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement