Advertisement
Advertisement

পাক অধিকৃত কাশ্মীরে বাস পরিষেবা চালু করল চিন-পাকিস্তান

ভারতের প্রতিবাদকে কানেই তুলল না দু'দেশ৷

China-Pakistan bus service
Published by: Tanujit Das
  • Posted:November 7, 2018 9:10 pm
  • Updated:November 7, 2018 9:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের তীব্র আপত্তিকে পাত্তাই দিল না পাকিস্তান ও চিন৷ নয়াদিল্লির হুঁশিয়ারিকে কার্যত অগ্রাহ্য করেই অধিকৃত কাশ্মীরের (পক) মধ্যে দিয়ে বাস পরিষেবা চালু করল দুই দেশ। পাকিস্তানের লাহোর থেকে চিনের কাশগর পর্যন্ত চলবে এই বাসটি৷ ইতিমধ্যে প্রথম বাসটি রওনা দিয়ে দিয়েছে এবং লাহোরের গুলবাগ থেকে চিনের জিনজিয়াংয়ের কাশগরের উদ্দেশ্যে৷ গিলগিট, বালতিস্তানের মধ্য দিয়ে ৩০ ঘণ্টা পর সেটি পৌঁছায় গন্তব্যে৷

[চাবাহার নিয়ে সুর নরম আমেরিকার, স্বস্তিতে ভারত]

Advertisement

জানা গিয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক করিডর গড়ে উঠছে, তারই অংশ হিসাবে চালু হয়েছে এই বাস পরিষেবা৷ একটি ট্রিপের জন্য অর্থাৎ যাওয়া-আসার জন্য খরচ পড়বে পাকিস্তানি মূল্যে ২৩ হাজার রুপি এবং একবার যাওয়া বা আসার জন্য খরচ পড়বে পাকিস্তানি মূল্যে ১৩ হাজার রুপি। বাসে থাকবে ১৫টি আসন৷ যাত্রীদের অবশ্যই সঙ্গে নিতে হবে পাসপোর্ট এবং ভিসা। তবে সঙ্গে নেওয়া যাবে না ২০ কেজির বেশি মালপত্র৷ ৩ নভেম্বর এই বাস পরিষেবা চালুর হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা করা যায়নি৷ এই দীর্ঘযাত্রা পথে ব্যবস্থা করা হয়েছে কঠোর নিরাপত্তার৷ কোনও করমের সন্দেহজনক কিছু নজরে এলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীদের৷

Advertisement

[বিচ্ছিন্নতাবাদীদের ডেরা থেকে রেহাই পেল ক্যামেরুনে অপহৃত ৭৯ পড়ুয়া]

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ঘিরে আগেই বিরোধের মুখে পড়তে হয়েছে ইসলামাবাদ ও বেজিংকে৷ প্রথম থেকেই এই বাস পরিষেবার বিরোধিতা করে আসছে ভারত৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “পকের মধ্যে দিয়ে এই বাস পরিষেবা চালু করার অর্থ, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বে আঘাত করা। এটা কিছুতেই সহ্য করা যায় না।” তবে নয়াদিল্লির এই প্রতিবাদকে কোনও ভাবেই কর্ণপাত করেনি ইসলামাবাদ ও বেজিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ