Advertisement
Advertisement
Jack Ma Pakistan

আচমকাই পাকিস্তানে জ্যাক মা, চিনা ধনকুবেরের ঝটিকা সফরের কারণ ঘিরে তুঙ্গে জল্পনা

জিনপিং প্রশাসনের রোষের মুখে পড়েছেন চিনা ধনকুবের।

Chinese business tycoon Jack Ma makes secret visit to Pakistan | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 3, 2023 11:57 am
  • Updated:July 3, 2023 11:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই দেনা জর্জরিত পাকিস্তানে পা রাখলেন চিনা ধনকুবের জ্যাক মা (Jack Ma)। জানা গিয়েছে, গত ২৯ জুন পাকিস্তানে (Pakistan) গিয়েছিলেন তিনি। মাত্র ২৩ ঘণ্টা সেদেশে ছিলেন তিনি। তবে এই সফরে সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে ছিলেন জ্যাক মা। এই সফর নিয়ে চিনের (China) প্রশাসনও একেবারে অন্ধকারে ছিল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, শি জিনপিং প্রশাসনের নয়া ব্যাংক নীতি নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই কোণঠাসা ছিলেন চিনা ধনকুবের। তাঁর গতিবিধির দিকে কড়া নজর রাখে বেজিং।

পাকিস্তানের এক সংবাদপত্রের সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ব্যক্তিগত বিমানে চেপে পাকিস্তানে গিয়েছিলেন জ্যাক মা। হংকংয়ের একটি বিমানে চেপে বাংলাদেশ ও নেপাল ঘুরে পাকিস্তান পৌঁছন তিনি। চিনা ব্যবসায়ীর সঙ্গে পাঁচ চিনা নাগরিকের পাশাপাশি ছিলেন এক মার্কিন নাগরিকও। মাত্র ২৩ ঘণ্টা কাটিয়েই পাকিস্তান ছাড়েন তাঁরা। কোনও সরকারি আধিকারিক বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি জ্যাক মা বা তাঁর সঙ্গীরা। চুপিসারেই দেশ ছাড়েন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: মোদির নিরাপত্তায় গলদ! প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন]

এই সফরের পরেই প্রশ্ন উঠছে, ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তানে কেন গেলেন মা? বিশেষজ্ঞদের মতে, সম্ভবত ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই পাকিস্তানে গিয়েছেন চিনা কোটিপতি। এই সফরেই বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে মা বৈঠক সেরেছেন বলেও সূত্রের খবর। যদিও সরকারিভাবে এই বৈঠক সম্পর্কে কিছুই জানা যায়নি। অন্য একদলের মতে, ব্যক্তিগত সফর হলেও চিনা ধনকুবেরের এই কাজের ইতিবাচক প্রভাব পড়বে। পর্যটনের ক্ষেত্রে জনপ্রিয়তা পাবে পাকিস্তান। অনেকের দাবি, জ্যাকের সঙ্গে আলোচনায় বসতে পারতেন পাক সরকারের আধিকারিকরা। তার ফলে দেশের বেহাল অর্থনীতির কিছু উন্নতি হতে পারত।

Advertisement

প্রসঙ্গত, গত বছর শোনা গিয়েছিল চিন ছেড়ে পাকাপাকিভাবে জাপানে চলে গিয়েছেন জ্যাক মা। জাপানে বসবাসের পাশাপাশি নিয়মিতই আমেরিকা ও ইজরায়েলে যান জ্যাক। পাশাপাশি জাপানের কান্ট্রিসাইডেও যান। সেখানকার রিসর্টে দিন গুজরান করেন। এবার তাঁর পর্যটনের তালিকায় ঢুকল পাকিস্তানও। 

[আরও পড়ুন: কৃষি মন্ত্রকে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার জালিয়াতি, গ্রেপ্তার মন্ত্রকেরই ‘ভুয়ো’ কর্তা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ