BREAKING NEWS

৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

অশালীন ভঙ্গিতে চলল মিলিটারি প্রশিক্ষণ, ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 30, 2017 2:42 pm|    Updated: September 30, 2017 2:42 pm

Chinese teenage boys are forced to do press-ups over their girls during military training

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠোর মিলিটারি প্রশিক্ষণে টপকাতে হয় নানা বাধা। কিন্তু এমন প্রশিক্ষণ সেনা শিবিরে সচরাচর দেখা যায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আর সেই প্রশিক্ষণের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চার বিষয়ে পরিণত হয়েছে। কেমন প্রশিক্ষণ? মাটিতে চিত হয়ে শুয়ে রয়েছেন তরুণীরা। তাঁদের শরীরের উপর পুশ-আপ করতে হচ্ছে শিক্ষানবিশদের।

[দেশ না ছেড়ে পালটা আক্রমণ করুন, বাংলাদেশের হিন্দুদের বার্তা মন্ত্রীর]

ঘটনা চিনের। কাসি মিলিটারি এডুকেশন স্কুলে এমন প্রশিক্ষণ চলছিল বলে জানা গিয়েছে। যদিও এই প্রশিক্ষণের সঙ্গে চিনা সেনাবাহিনী ট্রেনিং প্রোগ্রাম সরাসরি যুক্ত কিনা তা নিয়ে মুখ খোলেনি চিনা মিডিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন তরুণ পুশ-আপ করছেন। এবং তাঁদের নিচে চিত হয়ে শুয়ে রয়েছেন তরুণীরা। সকলেই রয়েছেন সেনা পোশাকে। এক প্রশিক্ষককে নির্দেশ দিতেও শোনা যাচ্ছে। গোটা বিষয়টি যে তরুণীদের কাছে বেশ অস্বস্তিকর ছিল, তা বলাইবাহুল্য। প্রত্যেকেই হাত দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখেছেন। শুধু তরুণীরাই নয়, অনেক শিক্ষানবিশও এমন প্রশিক্ষণে ইতস্ততই বোধ করছেন। কিন্তু তাতে কী, প্রশিক্ষকের নির্দেশ যে পালন করতেই হবে। ইতিমধ্যেই ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই এমন কাণ্ডকে অশালীন আখ্যা দিয়েছেন। একে রতিক্রিয়ার পজিশনের সঙ্গেও তুলনা করেছেন অনেকে। এভাবে ট্রেনিংয়ের কারণও ব্যাখ্যা করা হয়নি কোথাও।

[চিনা প্রশাসনের নিদান, বাড়িতে রাখা যাবে না কোরান]

সেনাবাহিনীতে সাধারণত জওয়ানদের পেশি শক্ত করার জন্য পুশ-আপ ট্রেনিং দেওয়া হয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রে তরুণীদের কোনও ভূমিকা থাকে না। আর সেই কারণেই এমন প্রশিক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে