Advertisement
Advertisement

দুবাই পুলিশের এক ডজন চোখ ধাঁধানো গাড়ি

সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে পুলিশের ভাঁড়ারে সম্প্রতি এসেছে একগুচ্ছ নতুন আধুনিক গাড়ি৷

Complete list of exotic cars in Dubai Police 's garage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 1:21 pm
  • Updated:May 28, 2016 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় ভিলেনকে তাড়া করার সময় দেখা যায়, পুলিশ অধিকাংশ সময়ই পিছিয়ে পড়ে৷ তাঁদের কাছে না থাকে ঝাঁ চকচকে গাড়ি, না সেই গাড়ির গতি কখনও ভিলেনের গাড়িকে হারাতে পারে! অন্তত এমনটাই দেখে অভ্যস্ত এ দেশের দর্শক তথা সাধারণ মানুষ৷

কিন্তু দুবাই পুলিশের গাড়ির ভাণ্ডার দেখলে আপনার এই ধারণা সম্পূর্ণ বদলে যাবে৷ সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে পুলিশের ভাঁড়ারে সম্প্রতি এসেছে একগুচ্ছ নতুন আধুনিক গাড়ি৷ এক ফেসবুক পোস্টে সেই গাড়ির সম্পূর্ণ তালিকা আপলোড করেছে দুবাই পুলিশ৷ এ শহরে নীল-সাদা রঙের পুলিশের গাড়ি তো আপনি দেখেছেন৷ অনেকটা সেই ধাঁচেই দুবাই পুলিশের গাড়ির রং সবুজ-সাদা৷ কিন্তু গতি ও বিলাসিতায় কলকাতা পুলিশকে অন্তত ১০ গোল দেবে দুবাই৷ একনজরে দেখে নিন দুবাই পুলিশের গাড়ির বিপুল ভাণ্ডার৷

Advertisement

১. অ্যাস্টন মার্টিন ওয়ান-৭৭
২. অডি আর ৮

car-1
৩. বেন্টলি কন্টিনেন্টাল জিটি
৪. বিএমডব্লিউ আই ৮

car-2
৫. বিএমডব্লিউ এম ৬
৬. মার্সিডিজ বেঞ্জ জি ৬৩ এএমজি

car-3
৭. বুগাটি ভেরন
৮. ফেরারি এফএফ

car-4
৯. কাস্টমাইজড ফোর্ড
১০. ল্যাম্বর্গিনি

car-5
১১. লেক্সাস আরসি-এফ
১২. মার্সিডিজ বেঞ্জ এসএলএস এএমজি

car-cover

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement