Advertisement
Advertisement
Third World War

করোনা মহামারীর কারণে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, সতর্কবার্তা ব্রিটিশ সেনাপ্রধানের

অর্থনৈতিক সংকটই যুদ্ধের কারণ হতে চলেছে বলে আশঙ্কা তাঁর।

Coronavirus: Britain Military chief Nick Carter warns of Third World War risk । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:November 9, 2020 6:32 pm
  • Updated:November 9, 2020 6:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মহামারীর কারণে অনিশ্চিত ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবী। মারণ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটেরও সৃষ্টি হয়েছে। আর এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে বলে সতর্ক করলেন ইংল্যান্ডের সেনাবাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার (Nick Carter)।

রবিবার এই সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় করোনা মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অতীতেও অর্থনৈতিক সংকটের কারণে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। বর্তমানে করোনা মহামারীর কারণে সৃষ্টি হওয়া অবস্থা দেখে সেইসব কথাই মনে পড়ছে। আশঙ্কা হচ্ছে যে এই মারণ ভাইরাসের ফলে চারিদিকে তৈরি হওয়া অর্থনৈতিক সংকটের জন্য আঞ্চলিকভাবে বিভিন্ন দেশের মধ্যে সংঘাত লাগতে পারে। যা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) -এর। তাই এখন থেকে ইংল্যান্ডকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। কোনওভাবেই এই ঘটনাকে থেকে চোখ ঘুরিয়ে থাকা যাবে না।’

Advertisement

[আরও পড়ুন: কন্যাসন্তান জন্মানোর জের, ভাই আকিশিনোকে সিংহাসন ছা়ড়লেন জাপানের সম্রাট নারুহিতো]

গত দুটি বিশ্বযুদ্ধের স্মৃতি উসকে দিয়ে ব্রিটেনের চিফ অফ ডিফেন্স স্টাফ আরও বলেন, ‘আগের দুটো বিশ্বযুদ্ধ হওয়ার সময়ও এই ধরনের পটভূমিকা তৈরি হয়েছিল। অর্থনৈতিক সংকটের কারণে আঞ্চলিক বিবাদ তৈরি হয়েছিল। যার পরবর্তী সময়ে বিশ্বযুদ্ধের আকার নেয়। এবারও বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। এখন থেকেই এই বিষয়ে নজর রাখতে হবে। না হলে আশঙ্কা সত্যি হতে সময় লাগবে না। আশা সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরাই এই বিষয়ে চিন্তা করছেন। তাঁদের কাছে অনুরোধ করব আঞ্চলিক সংঘাতকে বড় আকার ধারণ করতে দেবেন না।’

Advertisement

[আরও পড়ুন: প্রাণীদেহ থেকে খামারের কর্মীদের সংক্রমণ? আতঙ্কে দেড় কোটি মিঙ্ক হত্যার সিদ্ধান্ত ডেনমার্কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ