Advertisement
Advertisement

Breaking News

করাল করোনার থাবায় চিনে মৃত ২৫, সংক্রমণ আটকাতে বিচ্ছিন্ন পাঁচটি শহর   

ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি।

Coronavirus: Five cities locked down and Beijing festivities scrapped
Published by: Monishankar Choudhury
  • Posted:January 24, 2020 9:42 am
  • Updated:January 24, 2020 1:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করেছে চিন। তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখনও পর্যন্ত এই ভয়াবহ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। পরিস্থিতি সামাল দিতে থেকেই ইউহান-সহ চিনের মোট পাঁচটি শহরে সমস্ত সরকারি পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত ইউহান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩০ জনেরও বেশি মানুষ৷

বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে হুবেই শহরের হুয়াংগ্যাং, অ্যাজহো, ইহাইজিয়াং, কি ইয়াং জিয়াং ও ইউহান শহরে সমস্ত সরকারি পরিবহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ৷ ইউহান থেকেই প্রথম এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল তাই চিনের অন্যান্য অংশে সঙ্গে ইউহান প্রদেশের  যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে জিনপিং প্রশাসন। বাতিল করা হয়েছে ইউহানগামী সমস্ত বিমান, ট্রেন। বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক পরিবহণ ও ফেরি পরিষেবাও। দেশবাসীকে ওই এলাকায় না যাওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। এমনকী ইউহানের বাসিন্দাদের এলাকা না ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এহেন পরামর্শ দিয়েছেন চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিমন্ত্রী লি বিন।

Advertisement

এদিকে, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বেজিংয়ের ভারতীয় দূতাবাস। ইউহান-সহ অন্যান্য এলাকায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন দূতাবাসের অধিকারিকরা৷ পাশাপাশি সবরকম সাহায্যের জন্য +8618612083629 ও +8618612083617, দু’টি হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস ৷

[আরও পড়ুন: করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স, বাড়ছে আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ