Advertisement
Advertisement

Breaking News

Sri Lanka

‘বিদ্রোহ আর চুমুর দিব্যি’… অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় চুম্বনরত জুটির ছবি ভাইরাল

প্রেসিডেন্ট রাজাপক্ষের দেশত্যাগের পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Couple kissing amid ongoing protests in Sri Lanka goes viral। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 14, 2022 6:16 pm
  • Updated:July 14, 2022 6:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কা (Sri Lanka)। দ্বীপরাষ্ট্র ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। কলম্বোর রাজপথে মানুষের ঢল। দখল হয়ে গিয়েছে রাষ্ট্রপতি ভবন। কাতারে কাতারে মানুষের বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে নেটবিশ্বে। কিন্তু তার মধ্যেই সকলের নজর কেড়েছে একটি ছবি। মানুষের ভিড়ের মাঝেই এক জুটির চুম্বনের ছবি দেখে চমকে উঠেছেন সকলেই। যা মনে করিয়ে দিচ্ছে সেই বিখ্যাত গানের পঙক্তি ‘বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।’ অথবা ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়ার সেই বিখ্যাত আহ্বান।

গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিলেন গোতাবায়া (Gotabaya Rajapaksa)। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। তারপর থেকে তাঁর কোনও সন্ধান ছিল না। এমনও শোনা যায়, তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে সেনা বিমানে দেশ ছাড়েন গোতাবায়া। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের পাঁচ সদস্য। বৃহস্পতিবার তাঁরা বিমানে সৌদি আরব যাচ্ছেন বলে জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: সংসদে ‘অসংদীয়’ শব্দে লাগাম, ‘কী বলব, ওরা ঠিক করে দেবে!?’, সরব অভিষেক-সহ বিরোধীরা]

এদিকে তিনি দেশ ছাড়ার পরই উত্তেজনা চরমে পৌঁছয় শ্রীলঙ্কায়। রাজপথে নেমে আসেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ ঘণ্টার কারফিউ জারি হয়েছে কলম্বোয়। এহেন কঠিন পরিস্থিতিতে ওই জুটিকে দেখা গেল চুম্বনরত অবস্থায়। হাজার হাজার মানুষের বিক্ষোভের সামনেই তাঁদের প্রেমে মগ্ন ভঙ্গি দেখে নানা কথা বলছেন নেটিজেনরা। কেউ কেউ তাঁদের কটাক্ষ করেছেন। আবার অনেকেই বিদ্রোহের আবহে প্রেমের এমন স্বতঃস্ফূর্ত প্রকাশের তারিফ করেছেন।

Advertisement

উল্লেখ্য, শ্রীলঙ্কার (Sri Lanka crisis) অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। দেশের বর্তমান অর্থনৈতিক ডামাডোলের জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় জনগণ। পরিস্থিতি হাতের বাইরে পুরোপুরি চলে যায় গত শনিবার। সেদিন বেলা যত গড়াতে থাকে, দেখা যায় বিক্ষোভ ততই বাড়ে। প্রশাসনের বাধা মানেনি উন্মত্ত জনতা। রেল কর্তৃপক্ষকে ট্রেন চালাতে বাধ্য করা হয় যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা রাজধানী কলম্বোর প্রতিবাদ মিছিলে পৌঁছে যেতে পারে। রাত বাড়তেই প্রেসিডেন্টের বাসভবন ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে তাদের দখলে চলে যায় রাষ্ট্রপতি ভবন।

[আরও পড়ুন: জোর করে নাবালিকার ডিম্বাণু নিয়ে বিক্রির অভিযোগ, শাস্তির মুখে তামিলনাড়ুর ৪ হাসপাতাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ