Advertisement
Advertisement

Breaking News

প্রবল চাপে কিম! পম্পেও-র উত্তর কোরিয়া সফর বাতিল করলেন ট্রাম্প

কেন জানেন?

Donald Trump cancels Pompeo's trip to North Korea
Published by: Tanujit Das
  • Posted:August 25, 2018 5:16 pm
  • Updated:August 25, 2018 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিমের উপর চাপ বাড়াতে নয়া পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ বিদেশমন্ত্রী মাইক পম্পেও-র উত্তর কোরিয়া সফর বাতিল করলেন তিনি৷ ফলে আবারও চরম টানাপোড়েন তৈরি হতে শুরু করেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে৷ যা কিছুটা হলেও প্রশমিত হয়েছিল সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের শান্তি বৈঠকের পর৷ যেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণের আশ্বাস দেয় পিয়ংইয়ং৷ কিন্তু এখনও পর্যন্ত যা কার্যকর হয়নি৷

[রাশিয়ায় মহারণ! জঙ্গি নিকেশ যৌথ মহড়ায় নামবে ইন্দো-পাক সেনা]

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, টুইট বার্তায় সফর বাতিলের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি জানান, পারমাণবিক কর্মসূচি বন্ধে কার্যকরী ভূমিকা পালন করেনি উত্তর কোরিয়া৷ কাজের কোনও অগ্রগতি হয়নি। সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্টও পেশ হয় রাষ্ট্রসংঘে৷ যেখানে বলা হয়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উড়িয়ে রমরমিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, বেআইনি অস্ত্র ব্যবসা ও অন্যান্য ব্যবসা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া৷ জাহাজে করে, সমুদ্র পথে বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পণ্য ও কয়লা সরবরাহ করছে পিয়ংইয়ং৷ সকলের অলক্ষ্যে চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের চোরা চালান৷

Advertisement

এমনকি, সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক বৈঠকের পরেও গোপনে পারমাণবিক অস্ত্র ও মিসাইল প্রযুক্তির উন্নতি ঘটিয়ে চলেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশকের শত্রুতা ভেঙে এক মঞ্চে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ভেস্তে দিয়ে, সিঙ্গাপুরে করমর্দন করেছেন তাঁরা৷ নিয়েছেন পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধে লক্ষণীয় সিদ্ধান্ত৷

[‘সেলাম’ নয় পাকিস্তানের এই স্কুলে পড়ুয়ারা বলছে ‘জয় শ্রীরাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ