Advertisement
Advertisement
Donald Trump

ইরান-ইজরায়েল সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি, ‘যুদ্ধ’ শেষের ঘোষণা ট্রাম্পের

নিজের ট্রুথ সোশালে পোস্ট মার্কিন প্রেসিডেন্টের।

Donald Trump claims Israel-Iran agreed to ceasefire
Published by: Paramita Paul
  • Posted:June 24, 2025 3:47 am
  • Updated:June 24, 2025 4:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি! মঙ্গলবার ভোররাতে চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ১২ দিনের ‘যুদ্ধ শেষে’র জন্য দু’পক্ষকেই অভিনন্দন জানান। কীভাবে সংঘর্ষ বিরতি পালন হবে, তাও জানিয়ে দেন ‘পটাস’ (POTUS বা প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট)। উল্লেখ্য, কিছুদিন আগে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

মঙ্গলবার ভোররাতে নিজের সোশাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’ 

 

 

ইতিমধ্যে দুই দেশকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে দাবি করেছেন, ‘১২ দিনের যুদ্ধ শেষ করার মতো ক্ষমতা, সাহস ও বুদ্ধিমত্তা রাখে দুই দেশ-ই। তাই তাদের অভিনন্দন। এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত। গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা হয়নি। আর হবেও না।’ তবে ট্রাম্পের দাবি নিয়ে দু’পক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোনও ফমূর্লায় সংঘর্ষবিরতিতে রাজি হল দুই দেশ, তাও অজানা। 

১৩ জুন ইরানে হামলা চালায় ইজরায়েল। সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। একদিন পর সেই আশঙ্কা সত্যি করে ইজরায়েলে পালটা হামলা চালায় ইরান। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। মৃত্যু হয় ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারান ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৯ জন বিজ্ঞানীর মৃত্যু হয় বলে জানিয়েছে ইরান। ইরানের প্রত্যাঘাতে বারবার কেঁপে ওঠে তেল আভিভ-সহ গোটা ইজরায়েল। 

পরিস্থিতি আরও ভয়াবহ হয় ২২ জুন। আমেরিকা সরাসরি সংঘাতে জড়ায়। ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলা করে। জবাবে মিসাইল ছুড়ে ইজরায়েলকে ঝাঁজরা করে দেয় তেহরান। আমেরিকাকে উচিৎ শিক্ষা দিতে সিরিয়া-কাতার-ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর মধ্যেই এই যুদ্ধ বিরতির ঘোষণা করলেন ট্রাম্প। যদিও ঘোষণার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement