Advertisement
Advertisement

রিপাবলিকানদের ‘ট্রাম্প’ কার্ডে হোয়াইট হাউস হাতছাড়া হিলারির

ইতিহাস তৈরি করে মার্কিন মসনদে বসলেন ট্রাম্পই৷

 Donald Trump Creates History by winning US Presidential Election 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 1:13 pm
  • Updated:November 9, 2016 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোড় খাওয়া রাজনীতিবিদ নাকি ধনকুবের! আন্দোলনকারী নাকি চরিত্র নিয়ে প্রশ্ন ওঠা এক ব্যক্তি! এ প্রশ্নে আলোড়িত হয়েছে গোটা বিশ্ব৷ সমর্থনের ভরকেন্দ্র সরেছে এদিক থেকে ওদিক৷ তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন মুলুকের মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্পই৷

গণনার শুরু থেকেই লড়াই ছিল সেয়ানে-সেয়ানে৷ আবেগে হিলারি যতই এগিয়ে থাকুন না কেন, বিনাযুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে রাজি ছিলেন না ট্রাম্পও৷ গণনার ট্রেন্ডও জানান দিচ্ছিল তাই৷ মার্কিন মুলুকের অতি সংরক্ষণশীল প্রদেশগুলিও ট্রাম্পেই আস্থা রাখছিল৷ সেইসঙ্গে কৃষ্ণাঙ্গ ভোট কমাও ছিল বড় ফ্যাক্টর৷ গত নির্বাচনে যে কৃষ্ণাঙ্গ ভোটের জোয়ার দেখা গিয়েছিল, ওবামার অনুপস্থিতিতে এবার তা লক্ষ্যণীয়ভাবে কম ছিল৷ ফলে ডেমোক্র্যাট প্রার্থীর পায়ের তলার মাটি যে সরেছিল তা টের পাওয়া গিয়েছিল৷ যদিও গোটা বিশ্বে হিলারির পক্ষে বাজি ধরার মানুষই বেশি ছিলেন, তবে ওপিনিয়ন পোল থেকে চাণক্যের অনুমান কিন্তু আঁচ দিচ্ছিল ট্রাম্পের জয়ের৷ ইতিহাস সৃষ্টি করে ট্রাম্পই দখল করলেন ওয়াশিংটনের সাদা বাড়ি৷

Advertisement

ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলিনার মতো গুরুত্বপূর্ণ প্রদেশগুলি দখল করেছেন ট্রাম্প৷ ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে তাঁর বেশি দেরি হয়নি৷ দেখা গিয়েছে ক্লিনটন ও ট্রাম্প তাঁদের শক্ত ঘাঁটিগুলিতে জয়লাভ করেছেন৷ সেখানে কোনও অঘটন ঘটেনি৷ কিন্তু চমকে দিয়ে ট্রাম্প অনেক প্রদেশেই জয়লাভ করেছেন, যেখানে তাঁর জয় নিয়ে সন্দেহ ছিল৷ ফলত ইতিহাস তৈরি করে ৪৫ তম প্রেসিডেন্ট মার্কিন মসনদে বসলেন ট্রাম্পই৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ