Advertisement
Advertisement
Donald Trump

মিচিগানেও নিকিকে হারালেন ট্রাম্প, মার্কিন মসনদের দিকে এগিয়ে চলেছেন বিতর্কিত নেতা

রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের অন্তিম চ্যালেঞ্জার নিকি হ্যালি।

Donald Trump now defeats Nikki Haley to win Michigan primary। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 28, 2024 12:43 pm
  • Updated:February 28, 2024 12:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের শেষেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর সেদিকেই ‘পাখির চোখ’ রেখে এগিয়ে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। একে একে ধাপ পেরিয়ে ফের একটা উল্লেখযোগ্য জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। মিচিগানেও রিপাবলিকান প্রার্থী হিসেবে তাঁর নিকটতম তথা অন্তিম চ্যালেঞ্জার নিকি হ্যালিকে হারিয়ে দিলেন ৭৭ বছরের রিপাবলিকান নেতা।

গত শনিবারই দক্ষিণ ক্যারোলিনায় জয় পেয়েছিলেন ট্রাম্প। তার আগে লোয়া, নিউ হ্যাম্পশায়ার, নাভেদা, ভার্জিন আইল্যান্ডেও জয়ের হাসি হেসেছেন ট্রাম্পই। এবার মিচিগানেও নিকিকে (Nikki Haley) পরাস্ত করলেন তিনি। যেখানে ট্রাম্প পেয়েছেন ৬৬ শতাংশ ভোট, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী পেলেন মাত্র ২৮ শতাংশ ভোট।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, লোকসভার আগেই বিজেপিতে যোগ? নিজেই দিলেন ইঙ্গিত]

উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে একে একে গুরুত্বপূর্ণ জয় পেয়ে চলেছেন ট্রাম্প (Donald Trump)। যদিও আগামী ২৫ মার্চ ট্রাম্পের প্রথম ক্রিমিনাল ট্রায়াল শুরু হওয়ার কথা। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ ছড়াচ্ছে। সব মিলিয়ে বর্ষীয়ান নেতা স্বাস্থ্য ও আইনি ঝামেলায় শেষ মুহূর্তে ছিটকে গিয়ে হ্যালির সম্ভাবনা ফের উজ্জ্বল হবে, এই আশাও রয়েছে। আবার ওয়াকিবহাল মহল বলছে, নিকি হ্যালি আসলে ২০২৮ নির্বাচনকে মাথা রেখেই এগোচ্ছেন।

Advertisement

এদিকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেন এগিয়ে থাকলেও প্রতিবন্ধক হয়ে উঠছে তাঁর বয়স। সম্প্রতি জানা গিয়েছে. বাইডেনকে সরিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মিশেল ওবামাকেই পছন্দ ডেমোক্র্যাটদের। এক ভোটাভুটিতে এমনটাই স্পষ্ট হয়েছে। শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কে এগিয়ে থাকবেন সেদিকেও চোখ ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ