Advertisement
Advertisement
Iran-Israel Ceasefire

‘যুদ্ধবিরতি লাগু, আর কোনও হামলা নয়’, হুমকির রাস্তা ছেড়ে এবার ‘অনুরোধ’ ট্রাম্পের

যুদ্ধবিরতির চূড়ান্ত সময়সীমার আগে দফায় দফায় ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

Donald Trump says Iran-Israel ceasefire now in effect

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:June 24, 2025 11:12 am
  • Updated:June 24, 2025 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি! নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত বাঁশি ফুঁকে ইরান ও ইজরায়েলের উদ্দেশে জানিয়ে দিলেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না।’ তবে এবার আর হুমকি বা দম্ভ নয়, অনুরোধ ঝরে পড়ল ট্রাম্পের গলায়।

Advertisement

মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে (Iran-Israel Ceasefire) রাজি হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’ ডোলান্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়। যদিও আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ইজরায়েল এই হামলা শুরু করেছে। ইরান নয়। ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে।’ এই ডামাডোলের মাঝেই খবর আসে ইজরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পালটা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায়।

এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৯.৩০ নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরানের সংবাদমাধ্যম। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইজরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। দুই দেশের সরকারি সংবাদমাধ্যমের তরফেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে গত কয়েকদিনের হুমকির পর এবার অনুরোধের সুর ঝরে পরে ট্রাম্পের গলায়। এপসঙ্গে কূটনৈতিক মহলের দাবি, আসলে ট্রাম্প বেশ বুঝতে পারছিলেন এই যুদ্ধ যদি আরও বেশিদূর অগ্রসর হয় তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইতিমধ্যেই রাশিয়া, চিন সহ বহু দেশ ইরানের পক্ষ নিয়েছে। নতুন করে যাতে পরিস্থিতি খারাপ দিকে না গড়ায় সেকথা মাথায় রেখে ইরানের মার খেয়েও হামলা বন্ধ করার অনুরোধ জানালেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement